
কলকাতা: মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থানে বিজেপি মসনদ দখল করতেই শোরগোল পড়ে গেছে ইন্ডিয়া জোটের (INDIA Alliance) অন্দরে। পিডিপি-র মেহবুবা মুফতি থেকে শুরু করে ন্যাশনাল কনফারেন্সের ওমর আবদুল্লা কিংবা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ (TMC spokesperson Kunal Ghosh) একযোগে আক্রমণ করছেন কংগ্রেসকে (Congress)। তেলাঙ্গানায় জিতও থামাতে পারছে না তাঁদের মুখ। আরও পড়ুন: Venkata Ramana Reddy: KCR আর Revanth Reddy-কে হারিয়ে তেলাঙ্গানায় জায়ান্ট কিলার বিজেপির ভেঙ্কাটা রামান্না রেড্ডি
রবিবার বিকেলে বিজেপি যখন পরপর রাজ্যগুলিতে জয়ী হচ্ছে তখন কলকাতায় মমতা বন্দ্য়োপাধ্যায়ের সমর্থনে লোকসভা নির্বাচনের দেওয়াল লিখন শুরু করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ। তার ফাঁকেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "দু-মুখো নীতি (policy of double standards) নিয়ে চলে কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ইন্ডিয়া জোটকে একত্রিত করতে কংগ্রেসকে সাহায্য করছেন এবং এখানে কংগ্রেস সিপিআইএম (CPIM)-এর সঙ্গে মিলে বিজেপিকে (BJP) সমর্থন করছে। যখন ইডি (ED) কংগ্রেস নেতৃত্বকে বিরক্ত করে, তখন সেটা ভুল। কিন্তু যখন বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ইডি এবং সিবিআই (CBI)-এর অপব্যবহার (misuses) করে তখন কংগ্রেস তাদের সমর্থন করে।" আরও পড়ুন: West Bengal : ডিজিপির ফেসবুক প্রোফাইল জাল করে প্রতারণা, রাজস্থানের আলওয়ার থেকে গ্রেফতার ১
দেখুন ভিডিয়ো:
#WATCH | Kolkata, West Bengal: TMC spokesperson Kunal Ghosh says, "The Congress has a policy of double standards. Mamata Banerjee is helping the Congress in uniting the INDIA Alliance and here Congress has united with CPIM and is advocating the BJP... When the ED disturbs… pic.twitter.com/s6quCx18Ft
— ANI (@ANI) December 3, 2023