হায়দরাবাদ: মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে জয় এলেও তেলাঙ্গানায় তিন নম্বরে স্থান হয়েছে বিজেপির। ১১৯টি বিধানসভা আসনের লড়তে নেমে মাত্র আটটি জয়ী হয়েছে তারা। তবে ফলের মাঝেই নজর কেড়েছেন কামা রেড্ডি (Kama Reddy) আসন থেকে দাঁড়ানো বিজেপির (BJP) কাটিপল্লি ভেঙ্কাটা রামান্না রেড্ডি (Katipally Venkata Ramana Reddy)। ভারত রাষ্ট্রীয় সমিতির প্রধান (BRS Chief) ও রাজ্য়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী (Former CM)-কে চন্দ্রশেখর রাও (K Chandrasekhar Rao) ও তেলাঙ্গানার কংগ্রেস সভাপতি ও সম্ভাব্য মুখ্যমন্ত্রী অনুমুলা রেভান্থ রেড্ডিকে (A Revanth Reddy) পরাজিত করে জায়ান্ট কিলারের (giant-slayer) তকমা জিতে নিয়েছেন।
কামা রেড্ডি আসনে নিকটতম প্রতিযোগী কেসিআর-কে ৬৭৪১ ভোটে হারিয়েছেন তিনি। বিজেপি প্রার্থী ভেঙ্কাটা রামান্না রেড্ডি যেখানে ৬৬ হাজার ৬৫২ ভোট পেয়েছেন সেখানে কেসিআর পেয়েছেন ৫৯,৯১১ ভোট এবং তৃতীয় স্থানে থাকা রেভান্থা রেড্ডি পেয়েছেন ৫৪,৯১৬ ভোট। রাজ্যের সম্ভাব্য মুখ্যমন্ত্রীকে হারিয়ে তৃতীয় স্থানে পাঠিয়ে দেওয়ার ঘটনাই তাই ভেঙ্কাটা রামান্না রেড্ডিকে এনে দিয়েছে খবরের শিরোনামে।
নিজের জয়ের জন্য় মানুষ সমর্থনকেই কারণ বলে উল্লেখ করেছেন তিনি। এপ্রসঙ্গে রামান্না রেড্ডি বলেন, "আমি মুখ্যমন্ত্রী ও কংগ্রেস গুরুত্বপূর্ণ নেতার বা সম্ভাব্য মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়াই করছি ভেবে নির্বাচনে দাঁড়াইনি। ওনাদের সাধারণ প্রার্থী হিসেবেই দেখে ছিলাম। আমি বিজেপি থেকে দাঁড়িয়ে ছিলাম আর ওনারা ভারত রাষ্ট্রীয় সমিতি ও কংগ্রেস থেকে। প্রচুর মানুষ আমাকে সমর্থন করেছেন। সেই কারণেই আমি এখান থেকে জিতেছি। আমি কামা রেড্ডি থেকে বিধায়ক হয়েছি। কিন্তু, আমি বলতে চাই যে আমি শুধুমাত্র ৬৫ হাজার ভোটারের বিধায়ক নই, আমি ৪ লক্ষ মানুষের বিধায়ক।" আরও পড়ুন: PM Modi On BJP's Win: তিন রাজ্যের জয়ে আবেগপ্রবণ মোদি, ভিডিয়োতে দেখুন কী বললেন প্রধানমন্ত্রী!
BJP’s Venkata Ramana Reddy emerges giant-slayer of Telangana polls, defeats KCR and Revanth Reddy from Kamareddy seat
Read @ANI Story | https://t.co/mRZRAHzccS#TelanganaAssemblyElection2023 #BJP #VenkataRamanaReddy pic.twitter.com/SLIJl0La7t
— ANI Digital (@ani_digital) December 3, 2023