বাঙালিরা সারাবছর অপেক্ষা করে থাকে দুর্গাপুজোর (Durga Puja 2025) পাঁচটি দিনের জন্য। ইতিমধ্যেই অষ্টমী পেরিয়ে নবমীর সন্ধ্যা চলে এসেছে। তাই দশমীর আগের দিন সকাল থেকেই ভক্তদের ঢল নেমেছে উত্তর থেকে দক্ষিণ কলকাতার বিভিন্ন প্রান্তে। আর বেলা গড়াতেই সেই ভিড়ের পরিমাণ বেড়েছে কয়েক গুন। বনেদি বাড়ির পুজো থেকে সর্বজনীন পুজো কোথাও তিলধারনের জায়গা নেই।
উত্তর থেকে দক্ষিণ, ভিড় সর্বত্র
বুধবার সকাল থেকেই চেতলা অগ্রণী থেকে বাদামতলা আষাঢ সংঘ, কিংবা সুরুচি সংঘ থেকে একডালিয়া এভারগ্রিন দক্ষিণের অধিকাংশ পুজো মণ্ডপে যেমন ভিড়ের ছবি দেখা যাচ্ছে। তেমনই উত্তরের কাশি বোস লেন, আহিরীটোলা সর্বজনীন, হাতিবাগান সর্বজনীন, নবীনপল্লী, জগৎ মুখার্জী পার্ক, টালা প্রত্যয়, দমদম পার্ক ভারত চক্র সহ একাধিক পুজো মণ্ডপে ভক্তদের ভিড় দেখা যাচ্ছে চোখে পড়ার মতো।
চালতাবাগানের পুজো দেখলেন অভিষেক
বুধবার বিকেলে চালতাবাগানের পুজো মণ্ডপ দেখতে গিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথা বললেন পুজো উদ্যোক্তাদের সঙ্গে। আগামীকাল মহা দশমী। তার আগে সমস্ত হেভিওয়েট পুজোমণ্ডপেই ছিল ভক্তদের ভিড়। এদিকে তাঁদের নিরাপত্তার জন্য মোতায়েন রয়েছে পুলিশ।