ফের বিতর্কিত মন্তব্য শাসক দলের এক নেতা। গতকাল বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের মুখে অ্যাসিড ঢেলে দেওয়ার হুমকি দিয়েছিলেন তৃণমূল (TMC) নেতা আবদুর রহিম বক্সী। সেই মন্তব্য নিয়ে বিজেপি নেতৃত্ব কড়া সমালোচনা করে। এমনকী রাজনৈতিক মহলেও এই নিয়ে তৃণমূলের বিরুদ্ধে ফের নিন্দার ঝাড় ওঠে। যদিও এই নিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষের দাবি, আবদুর নাকি অনিল কাপুরের তেজাব সিনেমা নিয়ে কথা বলেছেন।
কী বললেন সুজয় হাজরা?
এদিকে চারদিকে যখন মালতিপুরের তৃণমূল নেতাকে নিয়ে বিতর্ক তুঙ্গে, তখন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা অবশ্য বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেনি। বরং তিনি বলেন, “আবদুর রহিম বক্সী মন্তব্য দল সমর্থন করে না। এটা ওনার ব্যক্তিগত মন্তব্য। দল এধরনের মন্তব্যকে প্রশ্রয় দেয় না। উনি পার্টি লাইন থেকে বেরিয়ে এই মন্তব্য করেছেন। আগেও আমরা জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছি নিজেদের সংযত রেখে মন্তব্য করতে হবে। কিন্তু তারপরেও কিছু নেতা এরকম মন্তব্য করছে। ইতিমধ্যেই দল আবদুর রহিমকে সতর্ক করেছেন”।
দেখুন সুজয় হাজরার মন্তব্য
Paschim Medinipur, West Bengal: On TMC leader Abdur Rahim Bakshi's statement, TMC MLA Sujay Hazra says, "This is not the party’s policy. If someone speaks personally on their own, the party does not support it. Our party has clearly stated that the comments made by Abdur Rahim… pic.twitter.com/y64TfzLmsA
— IANS (@ians_india) September 7, 2025
অ্যাসিড বিতর্কে সরগমর রাজ্য রাজনীতি
প্রসঙ্গত, সম্প্রতি বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মাঝে প্রতিবাদ করেছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। সেই কারণে তাঁকে বহিস্কার করেছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনা নিয়ে আবদুর রহিম শঙ্করের নাম না নিয়ে বলেন, তাঁর মুখে অ্যাসিড ঢেলে দিতে হবে যাতে সে কোনও কথা না বলতে পারে।