চালতা বেড়িয়ার তৃনমূল নেতা রাজ্জাক খাঁ গতকাল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের হাতে খুন (TMC Leader Shot Dead) হয়েছেন। পুলিশ সূত্রে জানাযায়, ভাঙ্গড় সাবডিভিসানে উত্তর কাশীপুর থানা এলাকায় আজ রাত দশটার পর পার্টি অফিস থেকে বেরিয়ে বাড়ি যাবার পথে বিজয় গঞ্জ বাজারের কাছে দুস্কৃতীরা রাজ্জাক খাঁ কে গুলি করে (Rajjak Khan shot dead ) ও ধারালো অস্ত্র দিয়ে কোপায়ও পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে এবং আহত রাজ্জাক খাঁ কে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষনা করে। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা পুলিশ কে জানায় বাইকে চালক ছাড়াও পিছনে একজন বসেছিলো। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রাত থেকে এলাকায় দফায় দফায় উত্তেজনা ছড়ায়। ভাঙ্গড় এলাকা কলকাতা পুলিশের অধীনে তাই উত্তেজনা সামাল দিতে চলে আসে কলকাতা পুলিশের বিশাল বাহিনী। ঘটনাস্থল পরিদর্শনে আসেন পুলিশের সিনিয়র আধিকারিকরাও।কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা ঘটনাস্হলে যান।। এই ঘটনায় এখনও অবধি দুজনকে আটক করেছে পুলিশ।
West Bengal | A local TMC leader, Rajjak Khan shot dead by unidentified people yesterday.
Kolkata Police say, "Around 9.45 pm yesterday, one Rajjak Khan of Chak Maricha village, Chaltaberia Gram Panchayat was attacked by a few persons near Siristala under Uttar Kashipore PS…
— ANI (@ANI) July 11, 2025
কলকাতা পুলিশ জানিয়েছে, "গতকাল রাত ৯.৪৫ টার দিকে, চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের চক মারিচা গ্রামের রজ্জক খান বাড়ি ফেরার পথে উত্তর কাশীপুর থানার অন্তর্গত সিরিস্তালার কাছে কয়েকজন ব্যক্তি তার উপর আক্রমণ করে। তাকে হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখানে মৃত ঘোষণা করা হয়। তদন্ত শুরু করা হয়েছে।"