কোচবিহারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা নিয়ে ব্যাপক শোড়গোল পড়েছে বাংলার রাজ্য রাজনীতিতে। মঙ্গলবার ঘাগড়াবাড়িতে শুভেন্দুর কনভয় দেখে কালো পতাকা দেখানো হচ্ছিল, আর তারপরই ছোড়া হয় ইট পাথর। হামলায় শুভেন্দুর গাড়ির কাঁচ ভেঙে যায়। এই ঘটনা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেছে বিজেপি। যদিও তৃণমূল নেতা কুণাল ঘোষের (Kunal Ghosh) ব্যাখ্যা রাজ্যবাসী বিজেপির ওপর ক্ষুব্ধ, তাই তাঁরা এভাবে হামলা চালিয়েছে। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলেই দাবি তাঁর।

কটাক্ষ কুণাল ঘোষের

বুধবার এই প্রসঙ্গে তিনি বলেন, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় গিয়েছিলেন, তখন তাঁর কনভয়ে যখন হামলা হয়েছিল তখন বিজেপি নেতারা বড় বড় কথা বলেছিল। দিল্লিতে তৃণমূল নেতারা কোনও বিক্ষোভ দেখান, তখন এই বিজেপি নেতারাই কটাক্ষ করেন। তাহলে এখন কী হল? আসলে ওরাই উস্কানি দেয় হামলা করার জন্য। বাংলা-বাঙালি, এনআরসি নিয়ে কোচবিহারের মানুষ ক্ষুব্ধ ছিল, বিজেপি কর্মীরাই হামলার জন্য উস্কেছিল বলে ধারনা।

দেখুন কুণাল ঘোষের বক্তব্য

কোচবিহারে শুভেন্দুর ওপর হামলা

প্রসঙ্গত, গতকাল কোচবিহারের হামলায় কেউ আহত না হলেও এই ঘটনা নিয়ে বেজায় চটেছিলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তার গাড়ির পাশাপাশি কনভয়ে থাকা বেশ কয়েকটি গাড়িও এই ঘটনায় ক্ষতিগ্রস্থ হয়। গাড়ি থেকে নেমে এর প্রতিবাদ করতে দেখা গিয়েছিল রাজ্যের বিরোধী দলনেতাকে।