এবার বিক্ষোভের মুখে পড়লেন বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে একটি কালীপুজো উদ্বোধন করতে যাওয়ার পথে মহিলাদের সামনে বিক্ষোভের মুখে পড়তে হয় শুভেন্দুকে। তাঁর গাড়িতে হামলাও চালানো হয় বলে অভিযোগ। অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে। শুভেন্দুর দাবি, তৃণমূলের মহিলাকর্মীরা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই হামলা করেছে। তিনি এদিন রাজনীতি করতে আসেননি, ধর্মপালন করতে যাচ্ছিলেন, তারপরেও তাঁর ওপর বর্বরোচিত ভাবে হামলার চেষ্টা করা হয়।

প্রতিবাদ করলেন কুণাল ঘোষ

এই নিয়ে এবার তৃণমূলের হয়ে ব্যাট ধরলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর দাবি, “এর পেছনে তৃণমূলের কোনও হাত ছিল না। এটা গণতান্ত্রিক রাজ্য। রাজ্যের যে কোনও মানুষ যেখানে খুশি যেতে পারে। আসলে দীর্ঘদিন ধরে রাজ্যের মানুষ ১০০ দিনের কাজের টাকা পায়নি, আবাসের টাকা পাচ্ছে না। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার করা হচ্ছে, এটা তারই প্রতিফলন। এখানে তৃণমূলের কোনও হাত নেই। মানুষ বিজেপির এই রাজনীতি চায় না। তাই তাঁরা প্রতিবাদ করেছে”।

দেখুন কুণাল ঘোষের মন্তব্য

বিজেপি বিধায়ক-সাংসদদের ওপর হামলা

প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরে বিজেপির একাধিক বিধায়ক, সাংসদের ওপর হামলার ঘটনা ঘটছে। এর আগে জলপাইগুড়িতে খগেন মুর্মূ, শঙ্কর ঘোষদের ওপর প্রাণঘাতী হামলা হয়েছিল। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হতে হয় খগেন মুর্মূকে। গতকাল দার্জিলিংয়ে বিজেপি সাংসদ রাজু বিস্তার কনভয়ে পাথর ছোড়া হয়েছিল। অল্পের জন্য হামলা থেকে বেঁচে যান সেও। এবার হামলার মুখে পড়লেন শুভেন্দু অধিকারী।