বাংলা ভাষাকে প্রাচীন ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে কেন্দ্র সরকারা। আর এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই কৃতিত্ব দিতে চান তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। শুক্রবার এই প্রসঙ্গে কুণাল বলেন, "মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য সরকার দীর্ঘদিন এই নিয়ে কাজ করছিল। কেন্দ্র থেকে যে সমস্ত নথি চাওয়া হয়ছিল তা পাঠানো হয়েছে, এই নিয়ে যথাযথ ভাবে রিসার্চ ওয়ার্কও হয়েছিল। এমনকী কেন্দ্র সরকারকে এই নিয়ে চিঠিও পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই মোদী সরকার এই প্রস্তাবকে মান্যতা দিয়েছে"।
কুণাল আরও বলেন, "তবে আমাদের দীর্ঘদিনের দাবি ছিল পশ্চিমবঙ্গের নাম বদলে বাংলা করা হোক। কিন্তু সেটা নিয়ে কেন্দ্র রাজনীতি করে যাচ্ছে। আমরা বাংলার ইতিহাস, বাংলার খেলা, বাংলার ভ্রমন, বাংলার সংস্কৃতি যখন বলি, তখন পশ্চিমবঙ্গের নাম বদল করা হচ্ছে না কেন? এর উত্তর কিন্তু কেন্দ্রের কাছে নেই। প্রসঙ্গত, গতকালই মোদী সরকারের ক্যাবিনেট বাংলা সহ মোট ৫টি ভাষাকে প্রাচীন ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই নিয়ে টুইট করেও রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী"।
#WATCH | On Union Cabinet approves Bengali (along with 4 other languages) as a classical language, TMC leader Kunal Ghosh says, "...West Bengal govt under the leadership of Mamata Banerjee has been working on it since long, not only that she had written a letter for but also the… pic.twitter.com/QPXuziBZ7d
— ANI (@ANI) October 4, 2024