বাঙালি অস্মিতা নিয়ে আগে থেকে প্রতিবাদ করছিল তৃণমূল। সম্প্রতি বাংলা ও বাঙালি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রেখেছিলেন বিধানসভায়। সেই নিয়ে আবার পাল্টা প্রতিবাদ করেছিলেন বিজেপি বিধায়করা। যা নিয়ে গত শুক্রবার প্রবল হই হট্টোগোল হয় বিধানসভা চত্বরে। বিধায়ক শঙ্কর ঘোষকে (শঙ্কর ঘোষ) বহিস্কার করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার পর শনিবার মালতিপুরের তৃণমূল বিধায়ক আবদুর রহিম বক্সি শঙ্কর ঘোষের মুখে অ্যাসিড ঢালার হুমকি দিয়েছেন। আর সেই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে সমালোচনার ঝড়।
তৃণমূল বিধায়কের মন্তব্যের প্রতিক্রিয়া কুণাল ঘোষের
এই প্রসঙ্গে অবশ্য তৃণমূল নেতা কুণাল ঘোষের (Kunal Ghosh) বক্তব্য, “ভিডিয়োটি আমি দেখিনি, ফলে এই নিয়ে এখনই আমি কিছু প্রতিক্রিয়া দেব না। আমার মনে হয় বিধানসভায় সেদিন ওয়ান, টু, থ্রি, ফোর যে শ্লোগানটা দেওয়া হচ্ছিল, তারই পাল্টা আবদুর রহিম তেজাবের কথা বলেছে। আসলে তেজাব অনিল কাপুরের সিনেমা, সেখানে ওয়ান, টু, থ্রি গানটি রয়েছে। তাই তেজাব বা অ্যাসিডের কথা বলেছে। আবদুর রহিম বক্সি অল্পতেই রেগে যান, তবে উনি কারোর শরীরে অ্যাসিড ছোড়ার কথা বলতে পারে না। তবে শঙ্কর ঘোষ আগের দিন বিধানসভায় কুমন্তব্য করেছিলেন”।
দেখুন কুণাল ঘোষের মন্তব্য
#WATCH | Kolkata, West Bengal: On TMC leader Abdur Rahim Bakshi's reported statement against BJP MLA Shankar Ghosh, TMC leader Kunal Ghosh says, "I don't know what he said. There was a song 'Ek Do Teen' in the movie 'Tezaab'... What Shankar Ghosh is saying is foul...Abdur Rahim… pic.twitter.com/NffThDgP20
— ANI (@ANI) September 7, 2025
দেখুন ভাইরাল ভিডিয়ো
Until now, TMC meant thieves, dacoits, and Urdu-loving anti-Bengali hooligans! From now on, Trinamool means Taliban.
TMC’s terrorist-minded leader, Malda district president Abdur Rahim Bakshi, at a rally in Enayetpur block of Malatipur constituency, threatened to pour acid down… pic.twitter.com/0AO1DbeBwB
— BJP West Bengal (@BJP4Bengal) September 7, 2025
আবদুর রহিম বক্সির মন্তব্যে তৈরি হয়েছে বিতর্ক
গত শনিবার সোশাল মিডিয়ায় আবদুর রহিম বক্সির একটি ভিডিয়ো ভাইরাল হয়। যেখানে তিনি শঙ্কর ঘোষের নাম না করে গলা অ্যাসিড ঢেলে দেওয়ার হুমকি দেন। সেই সঙ্গে যাঁরা বিজেপির নেতাকর্মী তাঁদের সামাজিক বয়কটের হুমকিও দেন মালতিপুরের বিধায়ক। এই নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি লেটেস্টলি কর্তৃপক্ষ