আগামী শুক্রবার রথযাত্রা (Rathyatra)। আর এই দিন নিয়ে পুরীর জগন্নাথ ধামের পাশাপাশি দীঘা নবনির্মিত জগন্নাম মন্দির নিয়েই কৌতুহল রয়েছে সকলের মধ্যে। আগামীকাল রাজ্য সরকার রথযাত্রা কীভাবে পালন করবে, সেইদিকে তাকিয়ে এই রাজ্যের মানুষজন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছেন জগন্নাথ মন্দিরে। আর এই নিয়ে আবারও শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। বুধবার বালুরঘাটের একটি সভা থেকে সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রী প্রসঙ্গে বলেন, জগন্নাথ মন্দির দেখিয়ে হিন্দুদের থেকে ভোট নিয়ে পরে এই হিন্দু সমর্থকদেরই হত্যা করার পরিকল্পনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই মন্তব্য ইতিমধ্যেই বিতর্ক ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

সুকান্ত মন্তব্যের কড়া সমালোচনা কুণালের

সুকান্তর এই মন্তব্যে পাল্টা দিয়েছেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, “বিজেপির রাজ্য সভাপতি হয়ে সুকান্ত মজুমদারের মুখে একজন মহিলা মুখ্যমন্ত্রীর নামে এত নোংরা মন্তব্য কাম্য নয়। বিজেপিই মূলত হিন্দু ধর্মকে অপমান করছে। হিন্দু ধর্ম ব্যবহার করে রাজনীতি করছে বিজেপি। খাদ্য, বস্ত্র, বাসস্থানের জন্য লড়াই না করে ধর্মের নামে ভেদাভেদ করছেন তাঁরা। তারপরেও রাজ্যবাসী তাঁরা প্রত্যাখান করছে”।

দেখুন কুণাল ঘোষের মন্তব্য

মানসিক অবসাদে ভুগছে সুকান্ত, দাবি কুণালের

কুণাল আরও বলেন, “সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি হয়ে যত নির্বাচন হয়েছে, সবেতেই বিজেপি হেরেছে। লোকসভা নির্বাচনে এই রাজ্যে আসন সংখ্যা কমেছে। কোনও উপ নির্বাচন, বা পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে উপরে তুলে আনতে পারেনি সুকান্ত। সেই কারণে মানসিক অবসাদে ভুগছেন তিনি। তার ফলেই এরকম কুমন্তব্য করে আলোচনায় থাকার চেষ্টা করছেন সুকান্ত মজুমদার”।