রাজ্যে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)। এই নিয়ে পাল্টা বিরোধীতা করছে তৃণমূল। অসমে বাংলা ভাষায় কথা বললেই নাকি ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এই অভিযোগ তুলে সম্প্রতি কলকাতার রাস্তায় প্রতিবাদে নেমেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী এই নিয়ে সামাজিক মাধ্যমে অসম প্রশাসনের কড়া সমালোচনা করেছিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিকে তার পাল্টা জবাব দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। এই নিয়ে বিগত কয়েকদিন ধরে দুই রাজ্য রাজনীতি উত্তপ্ত।
কুণাল ঘোষের বক্তব্য
এই প্রসঙ্গে কংগ্রেস নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, “উনি বাংলার মুখ্যমন্ত্রীকে অপমান করছেন। বাংলা ও বাঙালিদের অপমান করে চলেছেন। অসমে যেটা হচ্ছে, সেটা মোটেও ভালো হচ্ছে না। অসমের মুখ্যমন্ত্রীর জানা দরকার, সমস্ত বাঙালি বাংলাদেশি নয়। এদেশেও বাঙালিরা বসবাস করেন। আর উনি তাঁদেরকেই আটক করছেন”।
দেখুন কুণাল ঘোষের মন্তব্য
#WATCH | Kolkata: On BJP's event scheduled for July 21, TMC leader Kunal Ghosh says "July 21 is Martyrs' Memorial Day. On July 21, 1993, our 14 political workers were martyred, so those who are organising parallel events have no respect for the martyrs in their hearts."
On… pic.twitter.com/dQriKAzQxz
— ANI (@ANI) July 20, 2025
হেমন্ত বিশ্বশর্মার দাবি
প্রসঙ্গত, অসমে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আটক প্রসঙ্গে হেমন্ত বিশ্বশর্মা আগেই ব্যাখ্যা দিয়েছেন যে তাঁর সরকার অসমবাসীদের বিরুদ্ধে লড়ছেন না। তাঁদের লড়াই বেআইনি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে, যাঁরা বিপজ্জনকভাবে জনবিন্যাস বদলে দিচ্ছে। ইতিমধ্যেই এই রাজ্যের হিন্দুরা সংখ্যালঘু হওয়ার পথে। এটা কোনও রাজনীতির বিষয় নয়।