ক'দিন আগে পটনায় নীতশ কুমারের গড়ে বিরোধী দলের শীর্ষ নেতাদের মহাবৈঠক হয়ে গেল। রাহুল গান্ধী থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, লালুপ্রসাদ যাদব থেকে শরদ পওয়ার, অরবিন্দ কেজরিওয়ালরা সেই বৈঠকে উপস্থিত থেকে বিজেপির বিরুদ্ধে এক হয়ে লড়ার কথা বলেছিলেন। বেঙ্গালুরু বা সিমলায় বিরোধীদের দ্বিতীয় মহাবৈঠকে এবার জোটের কর্মসূচি ঠিক হবে। কিন্তু তার আগে তৃণমূল কংগ্রেস সাংসদ তথা বর্ষীয়ান নেতা সৌগত রায় সাফ জানিয়ে দিলেন, "বাংলায় আমাদের কোনওরকম বিরোধী জোটের প্রয়োজন নেই। রাজ্যের সব আসনে একাই লড়তে এবং জিততে সক্ষম তৃণমূল।"বাংলায় ৪২টি আসনে বিরোধীরা এক জোট হয়ে বিজেপির বিরুদ্ধে প্রার্থী দিক, এমনটাই চান বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডি (ইউ) প্রধান নীতীশ কুমার।
পটনায় জোটের মহাবৈঠকের পর মমতা দাবি করেছিলেন, তারা এক হয়েই প্রার্থী দেবেন। আরও পড়ুন-নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভার থেকে দ্রুতগতির গাড়ি এসে পড়ল রেললাইনে, আহত ৫
দেখুন সৌগত রায়ের বক্তব্য
#WATCH | We do not want opposition unity to have an impact (in West Bengal). TMC alone is capable of fighting parliamentary elections in Bengal and we do not need opposition unity, says TMC MP Sougata Roy pic.twitter.com/kasBqNhhEZ
— ANI (@ANI) July 2, 2023
প্রসঙ্গত, নীতীশ কুমার চাইছেন ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে বিরোধী দলগুলি এক হয়ে একটাই প্রার্থী দিক। কিন্তু তাতে সবচেয়ে বড় জটিলতা হল আসন বন্টনের। দিল্লিতে সব আসনে লড়বে বলে ঘোষণা করেছে আপ, বাংলায় আসন ছাড়বে না তৃণমূল। কংগ্রেসও বাংলা ও দিল্লি রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন ও বিরোধিতা তুঙ্গে রেখেছে। এমন অবস্থায় ২০২৪ লোকসভায় বিরোধী জোটের একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়ার স্বপ্নটা নিয়ে বাস্তবে দেখছেন না রাজনৈতিক বিশেষজ্ঞরা।