রবিবার পেরোলেই সপ্তাহের শুরু সোমবারে ধর্মতলামুখী বিভিন্ন রাস্তায় নেমে পড়বে তৃণমূলের কর্মী সমর্থকরা। সকলের গন্তব্য সেদিন থাকবে ব্রিগেড সমাবেশ। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে সম্ভবত এই ২১ জুলাই ভোটের আগে শেষ শহীদ দিবস হতে চলেছে। নির্বাচনে আগে এই মঞ্চে কর্মী সমর্থকদের ভোকাল টনিক দিয়ে চাঙ্গা করাই মূল উদ্দেশ্য হতে চলেছে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাঁরা কী বার্তা দিতে চলেছেন, সেদিকে তাকিয়ে রয়েছেন অনেকে। ইতিমধ্যেই ব্রিগেডে মঞ্চ বাধার কাজ শুরু হয়ে গিয়েছে।

২১ জুলাইয়ের জন্য অপেক্ষা করছেন রচনা বন্দ্যোপাধ্যায়

এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee) বলেন, এটা আমাদের কাছে আবেগ, নস্ট্যালজিয়ার জায়গা। আমরা মুখিয়ে আছি ২১ জুলাইয়ের জন্য। দিদির বার্তা যাবে পুরো পশ্চিমবঙ্গবাসীর জন্য। আমরা নিজেকে দলের কর্মী মনে করি, ফলে আমাদের কাছে ২১ জুলাই বিশাল বড়দিন। এটা দিদির দিন, অভিষেকের দিন, দলের সমস্ত কর্মীর দিন। হাজার হাজার মানুষ এই দিনটির জন্য অপেক্ষা করে থাকে এবং তাঁরা কত আনন্দের সাথে এদিন ধর্মতলায় পৌঁছয়। কত মানুষের সমাগম হয় এদিন, ভাবলেই গায়ে কাঁটা দেয়।

দেখুন রচনা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

বিধানসভা নির্বাচনে জমি ছাড়তে রাজি নয় তৃণমূল, বিজেপি

প্রসঙ্গত, গতকাল রাজ্যে এসে সভা করে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্গাপুরের সেই সভায় যোগ দিয়েছিলেন অসংখ্য বিজেপির কর্মী সমর্থকেরা এবারে ব্রিগেডে সেই রেকর্ড ছাপিয়ে যাবে বলে দাবি করছে তৃণমূল নেতৃত্ব। যদিও রাজ্যে নির্বাচন আসতে এখনও বছরখা্নেক বাকি। তবে এখন থেকেই যেভাবে তৃণমূল, বিজেপি প্রচার শুরু করে দিয়েছে, তাতে দু’পক্ষ যে একচুলও জমি ছাড়তে রাজি নয়, তা কিন্তু স্পষ্ট।