বাবাসাহেব আম্বেদকরকে (Babasaheb Ambedkar) নিয়ে অমিত শাহের মন্তব্য নিয়ে দেশজুড়ে প্রতিবাদ হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির নীতি, আদর্শ নিয়ে প্রশ্ন তুলছেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গের মতো কংগ্রেস নেতারা। সেই সঙ্গে তৃণমূল কংগ্রেস, আরজেডি, আপ, সিপিএমের মতো দলগুলিও এর বিরোধীতা করেছে। এই নিয়ে বৃহস্পতিবার কলকাতাতেও প্রতিবাদ হয়। আর সেই নিয়ে বিজেপি-কংগ্রেসের মধ্যে এন্টালিতে ধুন্ধুমার কাণ্ড বাধে। যদিও কংগ্রেস ইচ্ছাকৃতভাবে অহেতুক বিতর্ক করছে বলে দাবি কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

তিনি এদিন বলেন, "কংগ্রেস অমিত শাহের মন্তব্যকে বিকৃত করে বিতর্ক সৃষ্টি করছে। ইস্যুহীন বিষয় নিয়ে ইস্যু সৃষ্টি করছে তাঁরা। আসলে ওঁদের কাছে বিরোধীতা করার মতো কিছুই ছিল না। ওঁরা সংবিধান নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন, আমরা তা গ্রহণ করি। আসলে কংগ্রেস সংবিধানের সঙ্গে এত অন্যায় করেছে যে এই আলোচনায় আমরা বলতে গেলেই অপমান লাগে তাঁদের। একটি পরিবারের স্বার্থে তাঁরা বারংবার সংবিধান সংশোধন করেছিলেন। ওঁরাই দেশে জরুরি অবস্থা জারি করেছিল। আমরা বাবাসাহেব আম্বেদকরকে সম্মান করি"।