বাংলায় হুমকির সংস্কৃতি চালিয়ে যাচ্ছে খোদ পুলিশ। এদিন এমনটাই অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বর্তমানে পুজোর জন্য আরজি কর কাণ্ডের প্রতিবাদে স্থগিত রেখেছে বিজেপি। তবে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করতে বিরত থাকছে না গেরুয়া শিবির। শুক্রবার রাজ্যের বিরোধী দলনেতা আরজি করে হুমকি সংস্কৃতি ইস্যু নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, রাজ্যে যতদিন তৃণমূল সরকার থাকবে ততদিন এই সংস্কৃতি বন্ধ হবে না। এখানে তো পুলিশই ক্যাডার। যখন কেউ কাউকে হুমকি দেয় তখন সে পুলিশের দারস্থ হয়। আর তার বিরুদ্ধে পুলিশ আইনি পদক্ষেপ নেয়। কিন্তু এখানে পুলিশই তো পার্টির ক্যাডার হয়ে গিয়েছে। আরজি করের ঘটনা নিয়ে যেভাবে ডিসি সেন্ট্রাল ইন্দ্রানী মুখার্জী সাংবাদিক বৈঠক করেছে, নবান্ন অভিযানের সময় সুপ্রতিম সরকারের সাংবাদিক বৈঠক এবং বর্তমান সিপি মনোজ ভার্মার বক্তব্য থেকে পরিস্কার যে পুলিশই হুমকি দিচ্ছে।
শুভেন্দু আরও বলেন, বাংলায় এত তাড়াতাড়ি হুমকির সংস্কৃতি বন্ধ হবে না। পুলিশ তো তৃণমূল নেতাদের নির্দেশে কাজ করছে। বাংলার এই সংস্কৃতি তৃণমূল সরকার চালাচ্ছে। তাই এটা বন্ধ করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে এবং তৃণমূলকে ক্ষমতা থেকে সরাতে হবে। তাহলেই বাংলায় শান্তি আসবে। একটা সময় উত্তরপ্রদেশ, বিহারেও এই ধরনের সংস্কৃতি ছিল। কিন্তু যোগী আদিত্যনাথ এবং নীতিশ কুমার সরকারে আসার পর তো শান্তি ফিরেছে এইসব রাজ্যে। সেটা বাংলাতেও হবে।
#WATCH | Kolkata: On RG-Kar Medical College incident, West Bengal LoP Suvendu Adhikari says, "... Who will protect those who get threats? It is the lawful responsibility of the police. But in West Bengal, the police have become a party cadre. After the RG Kar incident,... the… pic.twitter.com/God2Quhlgy
— ANI (@ANI) September 27, 2024