বাংলায় পশ্চিমবঙ্গ দিবস পালন করছে বিজেপি। কিন্তু এই বিশেষ দিন পালন নিয়ে প্রথম থেকেই আপত্তি রয়েছে রাজ্য সরকারের। ২০ জুন দিনটিতে বিগত কয়েকবছর ধরেই রাজনৈতিক চাপানউতোর চলছে। এই বছরেও তার ব্যতিক্রম হল না। শুক্রবার ভবানীপুরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) নেতৃত্বে একটি বাইক ব়্যালি হয়। যেখানে উপস্থিত ছিলেন বিজেপির কর্মী সমর্থকেরা। কর্মসূচি ছিল নেতাজী সুভাষচন্দ্র বসুর বাসভবন থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মস্থান পর্যন্ত মিছিল করা। আর সেই মিছিলেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদেোর।
ক্ষুব্ধ সুকান্ত মজুমদার
এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ সবরকম ভাবে আমাদের কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করছে। এমনকী জাতীয় পতাকা নিয়ে যেতেও বাধা দিচ্ছে পুলিশ। এটা নির্ধারিত কর্মসূচি, আমরা শান্তিপূর্ণভাবেই নেতাজি সুভাষচন্দ্র বোসের বাসভবন থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করতে যাচ্ছি। কিন্তু আমাদের দফায় দফায় বাধা দেওয়া হচ্ছে”।
দেখুন সুকান্ত মজুমদারের বক্তব্য
#WATCH | Kolkata, West Bengal | Union Minister Sukanta Majumdar says, "The police are trying their best not to let us celebrate the Paschim Bengal Divas. They are following the directive given by Mamata Banerjee. They are not allowing us even to carry the National flag... We are… pic.twitter.com/77r4MH0BUv
— ANI (@ANI) June 20, 2025
পশ্চিমবঙ্গ দিবসের ইতিবৃত্ত
প্রসঙ্গত, ১৯৪৭ সালে এই দিনেই বিধানসভায় ভোটাভুটির মাধ্যমে অবিভক্ত বাংলাকে ভাগ করা হয়েছিল। আর এই ভোটাভুটিতে গুরুত্বপূর্ণ অংশ ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। সেই কারণে এই বিশেষ দিনটি পশ্চিমবঙ্গ দিবস পালনে চরম আপত্তি রয়েছে তৃণমূল সরকারের।