উত্তরবঙ্গ (North Bengal) ইস্যু নিয়ে বর্তমানে সরগরম রাজ্য রাজনীতি। বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) বাংলা থেকে উত্তরবঙ্গকে আলাদা করার প্রস্তাব জানায় কেন্দ্রকে। আর তারপরেই এই নিয়ে শুরু হয় বিতর্ক। এমনকী দলের অন্দরেও এই নিয়ে অনেকেই বিরোধীতা দেখিয়েছেন। খোদ কার্শিয়াঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা (Bishnuprasad Sharma) বলেছিলেন, এই সমস্ত দাবি অবাস্তব। এটা কোনওদিনও হবে না। তবে সুকান্তর এই দাবিকে সমর্থন করছেন খোদ বিজেপি সাংসদ রাজু বিস্তা (Raju Bista)। তাঁর মতে, উত্তরবঙ্গকে উত্তর-পূর্ব ভারতে অন্তর্ভুক্ত করার পক্ষে সওয়াল করেছিলেন। এমনকী শুক্রবার তিনি বলেন, উত্তরবঙ্গ থেকে একসময়ে সিপিএম সরকার সবকিছু লুট করেছে, এখন তৃণমূল সরকার লুট করছে।
এদিন তিনি বলেন, যখনই কোনও নেতা কিছু নিয়ে মন্তব্য করেন তখন তার পেছনে কোনও উদ্দেশ্য থাকে। চলতি বছরে পশ্চিমবঙ্গ সরকারের বাজেট ৩.৭৮ লক্ষ কোটি টাকা। যার মধ্যে ৮৬০ কোটি টাকা বাজেট রাখা হয়েছে উত্তরবঙ্গের জন্য। এরমধ্যে ৫০ শতাংশ অর্থ শুধুমাত্র উত্তরবঙ্গের উন্নয়নে ব্যবহার হয়। আর বাকিটা বাংলাতেই চলে যায়। আমাদের সমৃদ্ধ সংস্কৃতির পাশাপাশি সমৃদ্ধ সম্পদ রয়েছে। আমরা সরকারকে ট্যাক্সের টাকা দিই। কিন্তু বাংলার ক্ষমতায় যে দলই সরকারে আসে সেটা সিপিএম হোক বা তৃণমুূল কংগ্রেস, এরা সকলেই উত্তরবঙ্গকে প্রতারিত করে, সম্পদ লুট করে এবং দ্বিতীয় শ্রেণীর নাগরিকদের মতো আচরণ করে।
#WATCH | Siliguri, West Bengal: Darjeeling BJP MP, Raju Bista says, "Whenever a leader speaks, he speaks what is in the minds of the people and there is some substance or logic in his words. The annual budget of West Bengal is Rs 3.78 lakh crore. North Bengal Development Board… pic.twitter.com/wjhApxKBy3
— ANI (@ANI) July 26, 2024
প্রসঙ্গত, তবে বাংলা ভাগের প্রস্তাব নিয়ে সমালোচনায় নেমেছে তৃণমূল নেতৃত্ব। উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, উনি তো বাংলার মুখ্যমন্ত্রী হতে পারছেন না, তাই উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী হতে চাইছেন।