
রাজনৈতিক মঞ্চে মা কালীর ছবি ব্যবহার নিয়ে বিজেপিকে (BJP) বিঁধতে শুরু করেছে তৃণমূল। আগামী বছর রাজ্যে নির্বাচন। তার আগে এই ইস্যুতে বিরোধীদের বিরুদ্ধে সমালোচনা শুরু করেছে রাজ্যের শাসক দল। আসলে সায়েন্স সিটিতে বিজেপির নব নির্বাচিত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যেয়র অভিষেকের দিন জায়েন্ট স্ক্রিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মা কালী ছবি একসঙ্গে রাখা নিয়ে শুরু হয় বিতর্ক। এই ঘটনার মাধ্যমে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে বলে দাবি তৃণমূল নেতৃত্বের।
কুণাল ঘোষের সমালোচনা
তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, বাংলার মানুষ ইতিমধ্যেই বিজেপিকে প্রত্যাখান করে দিয়েছে। বিজেপির রাজনীতি বুঝে হিন্দুরাও তাই করেছে। এর রাজনীতির জন্য ভগবানের ছবি ব্যবহার করে। অতীতে রামজীর ছবি ব্যবহার করেছিল। এখন মা কালীর ছবি ব্যবহার করছে। এই ধরনের নোংরা রাজনীতি করেছে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করছে বিজেপি।
দেখুন কুণাল ঘোষের মন্তব্য
Kolkata, West Bengal: TMC leader Kunal Ghosh says, "The BJP has been rejected by the people of Bengal. Those who live in Bengal have rejected the BJP..." pic.twitter.com/9oshX6Zpb4
— IANS (@ians_india) July 5, 2025
রাজ্য সভাপতি হওয়ারর পর শমীক ভট্টাচার্যের বার্তা
যদিও রাজ্য সভাপতি হওয়ার পর শমীক ভট্টাচার্যের মুখে সম্প্রীতির ভাষা শোনা যায়। তিনি বলেন, বিজেপির লড়াই মুসলমানের বিরুদ্ধে নয়। এই রাজ্যে আসল শোষিত, বঞ্চিত হচ্ছে সংখ্যালঘুরাই। তিনি এমন বাংলা চান, যেখানে দুর্গাপুজোর বিসর্জনের শোভাযাত্রা ও মহরমের মিছিল একসঙ্গে দেখতে চান।