কসবা গণধর্ষণকাণ্ডে (Kasba Gang Rape Case) ঘটনাস্থল পরিদর্শন এলেন বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। এদিন বিকেলে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে প্রতিনিধি দলের সদস্যরা যান সাউথ ক্যালকাটা ল’ কলেজ। তাঁদের সঙ্গে ছিলেন বিজেপির অসংখ্য কর্মী সমর্থকেরা। যদিও তাঁদের কলেজের মধ্যে ঢুকতে চায় কর্মী সমর্থকরাও। কিন্তু তাঁদের বাধা দেয় পুলিশ। আর সেই ঘটনাটি ঘিরে উত্তপ্ত হয় পরিস্থিতি। কার্যত ধুন্ধুমার পরিস্থিতি হয় কলেজ চত্বরে। ঘটনাস্থলে আসে বিরাট পুলিশবাহিনী।
বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম কসবার কলেজে
সোমবার সকালেই কলকাতা আসে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। এদিন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা কলেজ চত্বর ঘুরে দেখেন। সুকান্ত মজুমদারের সঙ্গে ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী তথা বিজেপি সাংসদ বিপ্লব দেব। দুই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মিনাক্ষী লেখী, সত্যপাল সিং। ছিলেন রাজ্যসভার সাংসদ মনন কুমার মিশ্র। এরপর নির্যাতিতার পরিবারেরল সঙ্গে তাঁরা দেখা করবেন কিনা, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
কসবায় গণধর্ষণকাণ্ড
প্রসঙ্গত, গত ২৫ জুন সন্ধ্যায় এই ল’ কলেজের মধ্যেই এক প্রথম বর্ষের তরুণীকে ধর্ষণ করে কলেজের প্রাক্তনী তথা অস্থায়ী কর্মী সহ দুই বর্তমান পড়ুয়া। কলেজের গার্ড রুমে তাঁকে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্তরা। পরে ঘটনাস্থল থেকে বেরিয়ে কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতা। সেই অভিযোগের ভিত্তিতে ১২ ঘন্টার মধ্যে ৩ মুল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।