
৩ দিন আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল (Tapasi Mondal)। গত সোমবার মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত থেকে তুলে নেন ঘাসফুল শিবিরের পতাকা। এরপরেই বৃহস্পতিবার তাঁকে নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতরের (Women and Child Development and Social Welfare Department) চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এই দফতরের মন্ত্রী শশী পাঁজা রয়েছেন। বিজেপিতে তাঁকে সাইডলাইন করে দেওয়া হচ্ছিল বলে অভিযোগ ছিল তাঁর, কিন্তু এবার দলবদল করার কারণেই নয়া দায়িত্ব পেলেন হলদিয়ার বিধায়ক।
বিজেপি ছেড়ে তৃণমূলে যেতেই নয়া দায়িত্ব পেলেন তাপসী
২০২১ সালে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু ২০২৪-এ তমলুক থেকে বিজেপির টিকিটে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাংসদ হওয়ার পর থেকেই বদলে যায় অনেককিছু। অভিযোগ, একবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর চেম্বার থেকে বের করে দিয়েছিলেন তাপসী মণ্ডলকে। তারপর থেকে দ্বন্দ্ব সৃষ্টি হয় দুজনের মধ্যে। যদিও তাপসী বরাবরই শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠবৃত্তের মধ্যে ছিলেন। তবে তাঁর সঙ্গেও দুরত্ব সৃষ্টি হয়েছিল তাপসীর।
তাপসীকে নিয়ে ক্ষুব্ধ ছিলেন শুভেন্দুও
তাপসীর দলত্যাগের পর শুভেন্দু বলেন, "দলের নতুন সার্কুলার অনুযায়ী কোনও বিজেপি বিধায়ক জেলা সভাপতি হতে পারবেন না। তারপর থেকেই তাপসী সোশ্যাল মিডিয়া থেকে বিজেপির লোগো মুছে ফেলে। আসলে উনি নিয়ম মেনে নিতে পারেন না"।