স্বরাষ্ট্র মন্ত্রক (Photo Credits: ANI)

কলকাতা, ৬ মে: ভোট পরবর্তী হিংসা নিয়ে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত সরকারকে বুধবার কড়া সতর্কবার্তা পাঠিয়েছিল অমিত শাহের নেতৃত্বাধীন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। যত তাড়তাড়ি সম্ভব ভোট পরবর্তী হিংসা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রককে  (MHA) রিপোর্ট পাঠাতে হবে৷ এনিয়ে মঙ্গলবার টুইট বার্ত দেয় স্বরাষ্ট্র মন্ত্রক৷ ভোট পরবর্তী হিংসা নিয়ে তদন্ত করতে চার সদস্যের একটি দল গড়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বৃহস্পতিবার সেই দলের সদস্যরা এসে পৌঁছেছেন নবান্নে। হিংসায় ক্ষতিগ্রস্ত রাজ্যের বিভিন্ন এলাকাও ঘুরে দেখবেন এই প্রতিনিধি দল৷ দলের নেতৃত্বে থাকবেন সচিব পর্যায়ের কোনও কর্তা৷ গতকাল স্বরাষ্ট্র মন্ত্রকের টুইটে নির্বাচনোত্তর পশ্চিমবঙ্গে বিরোধী দলের কর্মীরা কেন আক্রান্ত হচ্ছেন, সেই প্রশ্ন তোলা হয়েছিল। আরও পড়ুন-Cooch Behar: ক্ষমতায় ফিরেই শীতলকুচির পুলিশ সুপারকে বদলি, তদন্তকারী অফিসারকে তলব সিআইডির

উল্লেখ্য, এনিয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়কে ফোন করে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদি। মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য শপথ নেওয়ার দিনই রাজ্যে হিংসা এবং রক্তপাত থামানোর দাবিতে ধর্নায় বসেছিল রাজ্য বিজেপি। সেই ধর্নায় উপস্থিত ছিলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তার পরই তদন্তের জন্য দল গড়ল অমিত শাহের মন্ত্রক।