আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনের আগে নির্বাচনী প্রক্রিয়া স্বচ্ছতা আনতে উদ্যোগী বিজেপি (BJP)। বিহারের মতোই এই রাজ্যেও নিবিড় ভোটার তালিকা সংশোধনের মাধ্যমে ভুয়ো ভোটারদের তালিকা থেকে বের করে দিতে চায় রাজ্যের প্রধান বিরোধী দল। যদিও এই প্রক্রিয়াতে চরম আপত্তি রয়েছে রাজ্যের শাসক দলের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই হুঁশিয়ারি দিয়েছেন, এই রাজ্যে কোনওভাবেই নিবিড় ভোটার তালিকা সংশোধন করতে দেবেন না। এই নিয়ে বিহারে শুরু হওয়া প্রক্রিয়াকে আটকাতে চেয়েছিল আরজেডি, কংগ্রেস। তাঁদের সম্পূর্ণ সমর্থন করেছিল তৃণমূল কংগ্রেস। তবে কার্যত সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের এই উদ্যোগ বন্ধ করতে রাজি নয়।
নির্বাচন কমিশনে কী আবেদন জানাল বিজেপি?
আর আদালতের এই সিদ্ধান্তে বারতি অক্সিজেন পেয়েছে বঙ্গ বিজেপি। বিহারের মতোই তাঁরাও এই রাজ্যে নিবিড় ভোটার তালিকা সংশোধনের দাবি জানিয়েছে। বুধবার এই দাবিতে জাতীয় নির্বাচন কমিশনে চিঠিও লেখেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যে রোহিঙ্গাদের সংখ্যা দিনে দিনে বেড়ে চলেছে। সেই কারণোেই এই রাজ্যেও নিবিড় ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া চালু করার পরামর্শ দেওয়া হয়েছে। শুভেন্দুর দাবি, তালিকা সংশোধন হলে রোহিঙ্গাদের বাদ দেওয়া যাবে।
শুভেন্দু অধিকারীর অভিযোগ
যদিও বিজেপির এই দাবি নিয়ে ঘোর আপত্তি রয়েছে তৃণমূল নেতৃত্বের। রাজ্যে মন্ত্রী শশী পাঁজা একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে জানিয়েছে, বিজেপি যদি রাজ্যে থাকা রোহিঙ্গাদের চিহ্নিত করতে পারে, তাহলে তাঁরা বসে আছেন কেন? অন্যদিকে শুভেন্দুর বক্তব্য, রোহিঙ্গাদের ঢুকিয়ে রাজরহাট, নিউটাউনের ডেমোগ্রাফি বদল করানোর চেষ্টা করা হচ্ছে।