বিহারের পরেই বাংলায় বিধানসভা নির্বাচন। তবে নির্বাচনের আগেই নিবিড় ভোটার তালিকা সংশোধনী নিয়ে উত্তপ্ত দুই রাজ্যের রাজনীতি। যদিও বিহারে বিরোধীদের বিরোধীতা সত্ত্বেও তালিকা সংশোধন হয়ে প্রকাশ করা হয়েছে খসড়া। তবে এই রাজ্যে এখন থেকেই এসআইআর নিয়ে বিরোধীতায় উত্তপ্ত রাজ্য রাজনীতি। ফলে চলতি বছরের শেষের দিকে যখন ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া শুরু হবে, তখন রাজ্যের শাসক দল এই প্রক্রিয়াকে আটকানোর সবরকমের চেষ্টা করবে বলে মনে করছে বিজেপি। আর সেই আশঙ্কাতেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
রাষ্ট্রপতি শাসনের পক্ষে সওয়াল শুভেন্দুর
তিনি বলেন, “রাজ্যে ভোটার তালিকা সংশোধন করা অত্যন্ত প্রয়োজন। আমরা ক্ষমতায় আসব কী আসব না সেটা মূল বিষয় নয়। তবে বাংলার মানুষ চাইছে রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে রাজ্যে নির্বাচন হোক, তাহলে ভোটার তালিকা সংশোধন হবে এবং সুষ্ঠুভাবে নির্বাচন হবে। গতকাল যেভাবে রাজ্যের বিরোধী দলনেতার কনভয়ে হামলা হয়েছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ নাগরিকদের যে ভুল বুঝিয়েছে, তারই প্রতিফলন। এখন উনি বলছেন এটা এসআইআর নয়, এটা এনআরসি। মমতা বন্দ্যোরপাধ্যায় উস্কানিমূলক মন্তব্য করেই যাচ্ছেন”।
দেখুন শুভেন্দু অধিকারীর মন্তব্য
Barasat, West Bengal: Leader of Opposition in the State Assembly, Suvendu Adhikari says, "Let the Election Commission take note — this is not about us wanting to come to power. It is the voice of the people of Bengal demanding that elections be held under President’s Rule.… pic.twitter.com/akKBVRRqeQ
— IANS (@ians_india) August 6, 2025
কোচবিহারে শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা
মঙ্গলবার কোচবিহারে হামলা চালানো শুভেন্দু অধিকারীর কনভয়ে। যদিও এই ঘটনায় কেউ আহত না হলেও ক্ষতিগ্রস্থ হয় শুভেন্দু সহ কনভয়ে থাকা একাধিক গাড়ি। ঘটনাটি ঘটেছিল ঘাগড়াবাড়িতে। জানা যাচ্ছে, শুভেন্দু গাড়ি লক্ষ্য করে বেশ কয়েকজন কালো পতাকা দেখায় এবং ইট, পাথর ছোড়া হয়। যার জেরে কাঁচ ভাঙে শুভেন্দু গাড়ির।