আসন্ন বিধানসভা নির্বাচনে কে কোন আসন থেকে লড়বে, সেটা এখনও নিশ্চিত না হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) যে ভবানীপুর কেন্দ্রে দাঁড়াবেন, তা আগে থেকেই নিশ্চিত। তবে ২৬-এর নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী হয়ে এই আসন থেকে লড়বেন বলে এখন থেকেই ঘুঁটি সাজাতে শুরু করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রবিবার এই ভবানীপুরের ৭৪ নম্বর ওয়ার্ডের অরফ্যানগঞ্জে বিজেপির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা। সেখান থেকেই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু। নেতাকর্মীদের কোমর বেঁধে লড়ার বার্তা দেন তিনি।

ভবানীপুর থেকে শুভেন্দুর চ্যালেঞ্জ

শুভেন্দু বলেন, “ভবানীপুর বিজেপির আসন। ২০১৪-তেও বিজেপি এখানে লিড নিয়েছিল। এখানে ৮টি ও ওয়ার্ডের মধ্যে ৫টিতে বিজেপির লিড ছিল গত লোকসভা নির্বাচনে। বুথভিত্তিকও বিজেপি এগিয়ে আছে। ২৬৭টি বুথের মধ্যে বিজেপি এগিয়ে ছিল ১৪২টিতে। তৃণমূল ১২৫টিতে এগিয়ে ছিল। আগামী নির্বাচনে এখাবে পদ্ম লড়বে এবং জিতে বেরিয়ে আসবে। নন্দীগ্রামে বিজেপি তৃণমূলকে হারিয়েছিল, এবার এখানেও হারাবে। এটা একেবারে নিশ্চিত। শুধু একটু সহযোগিতা চাই, মানুষ পাশে থাকলে আমরা জিতে বেরিয়ে আসব। মিথ্যা মামলা দিলে জামিন করানোর দায়িত্ব আমাদের। আপনাদের পরিবারের পাশে দাঁড়াব। আপনাদের ব্যবসা বন্ধ করে দিলে আবার আমরা চালু করে দেব”।

দেখুন শুভেন্দু অধিকারীর মন্তব্য

বহিরাগত আতঙ্কে ভুগছেন মমতা বন্দ্যোপাধ্যায়

প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরেই ভবানীপুর কেন্দ্রে বহিরাগতদের প্রবেশ নিয়ে আতঙ্কিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজয়া সম্মেলনীর মঞ্চেও সেকথা শোনা যায়। পরবর্তীকালে কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠানেও এই নিয়ে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। যদিও এই নিয়ে পাল্টা বিতর্ক শুরু করে দিয়েছে বিজেপি শিবির। তাঁদের দাবি, অবাঙালি হিন্দুদের টার্গেট করা হচ্ছে। যদিও পরবর্তীককালে মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা দাবি করেন, তিনি দীর্ঘদিনের পুরোনো অবাঙালি বা অন্য সম্প্রদায়ের বাসিন্দাদের নি্য়ে কিছু মন্তব্য করেননি। বরং তাঁর মন্তব্য ছিল বিজেপি নেতাদের বিরুদ্ধে।