কোচবিহার, বারাসতের পর এবার দক্ষিণ কলকাতা। বৃহস্পতিবার ফের কন্যা সুরক্ষা কর্মসূচি যাত্রা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন গড়িয়া মোড় থেকে রানিকুঠির মোড় পর্যন্ত চলে এই মিছিল। মিছিলে শুভেন্দু ছাড়াও যোগ দেন স্থানীয় নেতৃত্ব। আরজি কর, কসবার ল’ কলেজ সহ একাধিক জায়গা ধর্ষণ, যৌন হেনস্থার ঘটনা ঘটছে। আর তারই প্রতিবাদে চলতি সপ্তাহ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে কন্যা সুরক্ষা কর্মসূচি করছে পদ্মশিবির। যদিও এদিনের মিছিলে গতবারের মতো শুভেন্দুর ওপরে কোনও প্রাণঘাতী হামলা হয়নি বলেই খবর।

শুভেন্দুর নবান্ন অভিযান

আগামী ৮-৯ অগাস্ট আরজি কর ধর্ষণকাণ্ডের একবছর পেরোতে চলেছে। আর সেই কারণে কলকাতার বিভিন্নপ্রান্তে এই ঘটনার প্রতিবাদে একাধিক কর্মসূচি হবে। তবে আগামী শুক্রবার নবান্ন অভিযানের ডাক দিয়েছেন নির্যাতিতার পরিবার। সেখানে উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি নেতৃত্ব। যদিও এই অভিযানে রাজনৈতিক পতাকার ব্যবহার না হওয়ারই কথা। অন্যদিকে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা অবশ্য এই অভিযানে যোগ না দিয়ে তাঁরা আলাদা কর্মসূচি করবে বলে জানিয়েছে।

দেখুন ভিডিয়ো

শুভেন্দুর কর্মসূচি ঘিরে ধন্ধুমার

এদিকে এই নবান্ন অভিযানের আগেই কন্যা সুরক্ষা কর্মসূচি ঘিরে ধুন্ধুমার কাণ্ড বেধেছে কোচবিহার, বারাসতে। কোচবিহারে শুভেন্দুর কনভয়ে হামলা হলেও আহত কেউ হননি। তবে পাথরবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্থ হয়েছে তাঁর গাড়ি। এদিকে গতকাল বারাসতের চাপাডালি মোড়েও শুভেন্দু কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল। বিজেপি ও তৃণমূলের কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।