Drone (Photo Credit: Pixabay)

জম্মু-কাশ্মীর, হরিয়ানা, রাজস্থানের মতোই এবার বাংলার আকাশে উড়তে দেখা গেল রহস্যজনক ড্রোন (Drone)। গত শুক্রবার রাতে হাসনাবাদের ভারত-বাংলাদেশের সীমান্ত লাগোয়া এলাকার আকাশে দেখা গিয়েছিল বেশ কয়েকটি ড্রোন। এর আগে সুন্দরবন, কলকাতাতেও দেখা গিয়েছিল ড্রোন। যদিও এই ড্রোনগুলি কোথা থেকে এল বা কারা উড়িয়েছিল, সেই বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি। ড্রোনের খবর যায় থানা ও বিএসএফ আধিকারিকদের কাছেও। তাঁরাও বিষয়টির ওপর নজর রেখেছে। যদিও এই ড্রোনগুলি কোথাও কোনও হামলা করেনি বলে খবর।

হাসনাবাদে দেখা যায় ড্রোন

জানা যাচ্ছে, হাসনাবাদের কাটাখাল সেতুর ওপর কয়েকজন রহস্যজনক আলো আকাশে  উড়তে দেখতে পায়। ততক্ষণাৎ তাঁরা থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিএসএফ আধিকারিকরা। যদিও ততক্ষণে ড্রোনগুলি এলাকা ছেড়ে বেরিয়ে গিয়েছে। পুলিশসূত্রে খবর, ড্রোনগুলির মাধ্যমে কেউ না কেউ নজর রাখছিল। যদিও ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ আধিকারিকরা।

কলকাতার শহরে উড়েছিল ড্রোন

এদিকে গত মঙ্গলবার পার্ক স্ট্রিট, ময়দান, হেস্টিংস সহ বিভিন্ন এলাকায় সাতটি ড্রোন উড়তে দেখা গিয়েছিল। এমনকী ওইদিনই সুন্দরবনে ভারত-বাংলাদেশ লাগোয়া এলাকায় ড্রোন উড়তে দেখা যায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বাংলাদেশের তরফ থেকেই এই ড্রোন পাঠানো হয়েছিল। যদিও এই নিয়ে বাংলাদেশেরতরফে কিছু জানানো হয়নি।