বিজেপি-র টিকিটে জিতে তৃণমূল কংগ্রেসে যাওয়া মুকুল রায়ের বিধায়ক পদ বাতিলের বিজেপির দাবি খারিজ করেন বিধানসভার অধ্য়ক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। মুকুল রায় ইস্যুতে বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
কিন্তু দেশের শীর্ষ আদালতে বিজেপির নন্দীগ্রামের বিধায়কের আবেদন শুনতে রাজি হল না। বাংলার বিরোধী দলনেতা শুভেন্দুকে এই ইস্যুতে সরাসরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে বলল সুপ্রিম কোর্ট। আরও পড়ুন-
দেখুন টুইট
#SupremeCourt refuses to hear plea filed by #BJP MLA & LoP #SuvenduAdhikari challenging the Vidhan Sabha Speaker’s decision to not disqualify #MukulRoy, directs him to approach #CalcuttaHighCourt.
— Sreyashi Dey (@SreyashiDey) February 25, 2023
প্রসঙ্গত, ২০২১ বিধানসভা কেন্দ্রে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে বিজেপির টিকিটে দাঁড়িয়ে তৃণমূলের কৌশানী মুখোপাধ্যায়কে ৩৪ হাজারের বেশী ব্যবধানে হারিয়ে প্রথমবার বিধায়ক হন মুকুল রায়। ভোটে বিজেপি-র বিপর্যয়ের পর মুকুল রায় তৃণমূলে যোগদান করেন। এরপর দলত্যাগ বিরোধী আইনে মুকুলের বিধায়ক পদ বাতিলের দাবিতে সোচ্চার হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও শুভেন্দুর বাবা শিশির অধিকারী ও ভাই দিব্যেন্দু অধিকারী যথাক্রমে কাঁথি ও তমুলক লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে ভোটে দাঁড়িয়ে সাংসদ হন। পরে দু জনেই শুভেন্দুর পথ ধরে বিজেপিতে যোগ দেন।