Sukanta Majumdar: তৃণমূল কংগ্রেস প্রতিযোগীতাতেই নেই, দাবি রাজ্য বিজেপি সভাপতির

চলতি নির্বাচনে বিজেপির অস্ত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্যারেন্টি এবং তৃণমূলের দুর্নীতি। বুধবার এমনটাই জানালেন বালুরঘাট কেন্দ্রের প্রার্থী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar)। তাঁর দাবি, তৃণমূলের কংগ্রেস এবারের নির্বাচনে কোনও প্রতিযোগীতাতেই নেই। ঘাসফুলে নির্বাচনী প্রচারের জৌলুস কমেছে, এটা তারই প্রমাণ।

পাশাপাশি সুকান্ত মজুমদার বলেন, এবারে বিজেপির নির্বাচনী প্রচার দুটি বিষয়কে নিয়ে হচ্ছে। প্রথমে মোদী সরকারের কাজ। উনি গ্যারেন্টি দিয়েছেন আগামী দিনে পাঁচ বছরের জন্য বিনামূল্যে রেশন দেবেন। এছাড়া জলজীবন মিশনের মাধ্যমে বাড়ি বাড়ি জল পৌঁছবে, সড়ক যোজনার মাধ্যমে রাস্তার কাজ খুব শীঘ্রই হবে এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে উপকৃত হবে ১১ লক্ষ ৩৬ হাজার মানুষ।

দ্বিতীয় বিষয় প্রসঙ্গে সুকান্ত মজুমদার জানান, তৃণমূলের অরাজকতা, দুর্নীতি এইসব বিষয়ও থাকছে প্রচারের মধ্যে। সন্দেশখালিতে যেভাবে অত্যাচার করা হয়েছে। এছাড়া ওঁদের একাধিক নেতা মন্ত্রী জেলে বন্দি রয়েছে। তাঁরা অসংখ্য সম্পত্তি বানিয়েছে। এই সমস্ত বিষয়ও প্রচারের মাধ্যমে জনসাধারণের সামনে আনা হচ্ছে।