ঐতিহ্যবাহী জালালপুরের রথযাত্রায় (Rathyatra) এবার অনুমতি দিচ্ছে না পুলিশ প্রশাসন। কালিয়াচকে এই রথযাত্রার বয়স ৬২৯ বছর, অর্থাৎ মোঘল সাম্রাজ্য শুরু হওয়ার আগে থেকে এই উৎসব চলে আসছে। ৯ দিন ধরে চলা এই উৎসবে মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান সবই হয়। বিশেষ করে রথের দিন কাতারে কাতারে মানুষ দড়ি টানার জন্য যোগ দেন। কালিয়াচক তো বটেই, বিভিন্ন জেলার বাসিন্দারাও আসেন এই উৎসবে সামিল হতে। তবে এবারে এই রথযাত্রায় বাধা দিচ্ছে স্থানীয় পুলি্শ প্রশাসন। আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
পাশে থাকার বার্তা বিজেপির
বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মতে, পুরো বাংলাতেই এই ধরনের ঘটনা হামেশাই ঘটে চলেছে। রাম নবমী হোক বা রথযাত্রা, কোনওকিছুতেই অনুমতি মিলছে না। বাংলা্দেশে যেরকম পরিস্থিতি, ঠিক তেমনই অবস্থা পশ্চিমবঙ্গের কিছু জায়গায় হচ্ছে। মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়ে কিছুই হবে না, ওনাদের আদালতের দারস্থ হওয়া উচিত। যদি কোনও আইনি সহায়তা লাগে, তার জন্য আমরা অবশ্যই পাশে আছি। আর ওখানে রথযাত্রা হবেই, প্রশাসনের কোনও অধিকার নেই ৬০০ বছরেরও বেশি পুরোনো উৎসব আটকানোর।
দেখুন সুকান্ত মজুমদারের বক্তব্য
Balurghat, West Bengal: On the attempt to halt a 600-year-old Rath Yatra, BJP State President Sukanta Majumdar says, “Across Bengal, similar incidents are happening. Permissions are not being granted for Rath Yatras or Ram Navami. It’s like the situation in Bangladesh. Some… pic.twitter.com/4qVURFhxWZ
— IANS (@ians_india) June 22, 2025
তৃণমূল নেতার প্রতিক্রিয়া
এই প্রসঙ্গে তৃণমূলের তরফে কৃষ্ণেন্দু নারায়ণ রায় বলেছেন, এটা পুলিশের সিদ্ধান্ত। এখানে আমার কোনও মন্তব্য নেই। আসলে পুলিশ সম্ভবত মনে করেছেন যে এই উৎসবের কারণে এলাকায় আইন-শৃঙ্খলার অবনতি ঘটতে পারে। সেই কারণেই হয়তো অনুমতি দেয়নি।