বুধবার গভীর রাতে আরজি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) বহিরাগতদের অতর্কিত হামলা নিয়ে সরব রাজ্য বিজেপি। এই হামলার পেছনে সরকারি তৃণমূল কংগ্রেসের হাত রয়েছে বলে অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি র। এমনকী এই ঘটনার বিরুদ্ধে কলকাতা পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি বলেও দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। নাহলে দুই থেকে আড়াই হাজার দুষ্কৃতি হঠাৎই হাসপাতালে ঢুকে হামলা চালাতে পারে? চিকিৎসকদের মারধর করা হয়েছে, নার্সদের ধর্ষণ করার হুমকি দিয়েছে এবং পুলিশ চুপচাপ বসেছিল, বাথরুমে লুকিয়ে ছিল। এর থেকে পরিস্কার যে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করতে পারছে না। যদি কোনও রাজ্য সরকার নিজের রাজ্যের রাজধানীতেই বিশৃঙ্খলা রুখতে পারে না, তাহলে তাঁর অবিলম্বে পদত্যাগ করা উচিত।

আর এই গোটা পরিস্থিতির বিরুদ্ধে আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে একাধিক কর্মসূচির ডাক দিয়েছেন সুকান্ত। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি নিয়ে আগামীকাল থেকে একাধিক বিক্ষোভ কর্মসূচি শুরু করবে বিজেপি। কাল সকাল থেকে আরজি করে বিক্ষোভ অবস্থান চলবে। রাত পর্যন্ত এই কর্মসূচি চলবে। এছাড়া দুপুর ২টো থেকে বিভিন্ন জেলায় বিজেপির কর্মীদের পথ অবরোধ করার নির্দেশ দিচ্ছি। এবং জনতাকে অনুরোধ করব আগামীকাল অন্তত দুই ঘন্টার জন্য সকলে কর্মবিরতি রাখুন আরজি করের ঘটনার প্রতিবাদে। এরপর বিকেল ৪টের দিকে বিজেপির মহিলা মোর্চা ফাল্গুনি পাত্রের নেতৃত্বে মোমবাতি মিছিল হাজরা মোড় থেকে মুখ্যমন্ত্রীর বাসভবন পর্যন্ত যাবে। এরপরেও যদি মুখ্যমন্ত্রী পদত্যাগ না করেন তাহলে আগামীদিনে স্বাস্থ্যভবন ঘেরাও কর্মসূচি চলবে।