মমতাকে পরামর্শ প্রশান্ত কিশোরের। (Photo Credits: PTI)

কলকাতা, ১৬ নভেম্বর: তৃণমূলের (TMC) অন্দরে আবার উল্টো সুর। এবার পলিটিক্যাল স্ট্রাটেজিস্ট প্রশান্ত কিশোরের (Prashant Kishore) বিরুদ্ধে তোপ দাগলেন হরিহরপাড়ার তৃণমূল বিধায়ক নিয়ামত শেখ। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রবিবার বিকেলে মুর্শিদাবাদের বহরমপুর থানা এলাকার কাঁটাবাগানে এক দলীয় সভায় যোগ দেন এই তৃণমূল বিধায়ক। সেখানেই তিনি সরাসরি আক্রমণ করেন প্রশান্ত কুমারের টিমকে।

পাশাপাশি শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে বার্তাও দিয়েছেন তিনি। যা নিয়ে ফের অস্বস্তিতে শাসক দল। লোকসভা ভোটে বাংলায় বিজেপির বাংলায় ১৮ টি আসন পাকা করার পর প্রশান্ত কিশোরকে নিয়ে এসেছিলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি। শুভেন্দুকে নিয়ে দলের কোন্দল মেটাতে আসরে নেমেছে টিম পিকে। আরও পড়ুন, কেওড়াতলা মহাশ্মশানে গান স্যালুটে সম্মান জানিয়ে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় প্রয়াত অভিনেতা সৌমিত্র চ্যাটার্জিকে

এবিপি আনন্দের খবর অনুযায়ী, রবিবার শুভেন্দু অধিকারীকে তৃণমূল নেতৃত্বের একাংশ আক্রমণ করছে বলেও ক্ষোভ প্রকাশ করেন হরিহরপাড়ার তৃণমূল বিধায়ক নিয়ামত শেখ। তাঁর সমালোচনা থেকে রেহাই পাননি মুর্শিদাবাদে তৃণমূলের জেলা সভাপতি আবু তাহের থেকে জেলা কো অর্ডিনেটর সৌমিক হোসেনও। পাল্টা জবাব দিয়ে তৃণমূলের জেলা সভাপতি আবু তাহের বলেন, ‘পিকে পিকের-র কাজ করবেন। দলের নেতারা তাঁদের কাজ করবেন।’