ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে রাজ্যজুড়ে বড়সড় আন্দোলনের ডাক দিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি (Siddiqullah Chowdhury)। হুঁশিয়ারি দিলেন এই আইন প্রত্যাহার না করলে কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে সড়ক অবরোধে বসবে জনগন। বৃহস্পতিবার সকালে মৌলালির রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশ করে ওয়েস্ট বেঙ্গল জমিয়েত উলেমা হিন্দ নামে একটি সংগঠন। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্দিকুলা। এই সমাবেশ থেকেই কেন্দ্র সরকারের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন সিদ্দিকুল্লা।
সিদ্দিকুল্লা চৌধুরিরর মুখে গুড়, বাতাসা মন্তব্য
তিনি এদিন সভামঞ্চ থেকে বলেন, "আগে কলকাতার গুরুত্বপূর্ণ ৫০টি রাস্তায় ২ হাজার মানুষ বসিয়ে দিয়ে অবরোধ করতাম। সেটা কিন্তু হয়নি, তবে পরে হতেও পারে। আগে জেলাকে একটু টাইট করি। পরে কলকাতার ৫০টি জায়গায় ১০ হাজার, ১০ হাজার করে লোক বসাব। এরা আসবে আর বাতাসা, গুড়, মুড়ি খাবে। শুধু বসবে, আর কিছু করবে না, তাহলেই দেখবেন ওদের টনকটা কেমন নড়ে"।
দেখুন সিদ্দিকুল্লা চৌধুরির বক্তব্য
Kolkata, West Bengal: State Library Minister Siddiqullah Chowdhury says, "I would like to request that the patients undergoing treatment in the nearby hospital are not disturbed, as causing them trouble is not part of our program. I request those who are engaging in unpleasant… pic.twitter.com/DQ4AqhX5n3
— IANS (@ians_india) April 10, 2025
মৌলালিতে ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদ
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার বিভিন্ন প্রান্ত মিটিং, মিছিলের কারণে অবরুদ্ধ হয়ে পড়ে। একদি ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে শিয়ালদহ, মৌলালী, ধর্মতলা স্তব্ধ। অন্যদিকে শিক্ষকদের চাকরি বাতিল নিয়ে যাদবপুর, কলেজ স্ট্রিট হাওড়া ময়দান সহ একাধিক জায়গায় প্রতিবাদ মিছিল চলে।