রবিবাসরীয় সন্ধ্যায় চুড়ান্ত বিশৃঙ্খলার ঘটনা ঘটল বর্ধমান স্টেশনে (Burdwan Railway Station)। একই সময় তিন প্লাটফর্মে ট্রেন চলে আসায় ফুট ওভারব্রিজে বেড়ে যায় যাত্রীদের সংখ্যা। আর সেই কারণে ঘটে পদপিষ্টের মতো ঘটনা। ট্রেন ধরতে যাত্রীদের হুড়োহুড়িতে আহত হয়েছেন কমপক্ষে ৭ জন। তাঁদের তড়িঘড়ি পাঠানো হয়েছে বর্ধমান মেডিকেল কলেজে ও হাসপাতালে। সেখানেই তাঁদের আপতত চিকিৎসা চলছে। যদিও সকলেরই অবস্থা স্থীতিশীল রয়েছে বলে জানা যাচ্ছে। হাসপাতালে এসে আহতদের সঙ্গে দেখা করেন বর্ধমান পশ্চিমের বিধায়ক খোকন দাস। ঘটনার তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।

কখন ঘটল দুর্ঘটনা?

জানা যাচ্ছে, এদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঘটনাটি ঘটে। মূলত ৪ ও ৫ নম্বর প্লাটফর্মের ফুটব্রিজে ঘটনাটি ঘটেোছে। একদিকে ৪ নম্বরে বর্ধমান-হাওড়া লোকাল দাঁড়িয়েছিল। অন্যদিকে ৬ নম্বরে রামপুরহাট লোকালের ঘোষণা হয়। আর ৭ নম্বরে দাঁড়িয়েছিল আসানসোল লোকাল। আর এই তিনটি ট্রেনই এক সময়ে ছাড়ার কথা ছিল। যে কারণে যাত্রীদের মধ্যে তাড়াহুড়ো লেগেছিল। সেই কারণেই ঘটে দুর্ঘটনা।

দেখুন পোস্ট

কীভাবে ঘটল দুর্ঘটনা?

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেন ধরার জন্য রবিবার সন্ধ্যায় ব্রিজে ছিল প্রচণ্ড ভিড়। আর এই ভিড় সামলাতে না পেরে কয়েকজন পড়ে যান। আর তাঁদের চাপা দিয়ে বাকিরা যাওয়ার চেষ্টা করেন। তখনই ঘটে পদপিষ্টের ঘটনা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ ও আধিকারিকরা। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।