শোভনদেব চট্টোপাধ্যায় (Picture Source: ANI)

কলকাতা, ২১ মে: ভবানীপুর কেন্দ্র (Bhawanipur) থেকে বিধায়ক পদে ইস্তফা দিলেন শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay)। তাঁর ইস্তফা গৃহীত করেছেন স্পিকার বিমান বন্দোপাধ্যায় (Biman Banerjee)। জল্পনা শুরু হয়ে হয়েছে এবার ভবানীপুর কেন্দ্র থেকে উপ-নির্বাচনে লড়তে পারেন মমতা বন্দোপাধ্যায়। ভবানীপুর তাঁর পুরনো কেন্দ্র। এবারের নির্বাচনে নন্দীগ্রাম আসনে তিনি পরাজিত হন। আগামী ৬ মাসের মধ্যে উপ-নির্বাচনে তাঁকে কোনও একটি কেন্দ্র থেকে জিতে আসতে হবে। তাই শোভনদেব চট্টোপাধ্যায়ের ইস্তফায় জল্পনা শুরু হয়েছে।

আরও পড়ুন, নারদা মামলায় জেল হেফাজত থেকে মুক্ত ৪ অভিযুক্ত, থাকতে হবে গৃহবন্দি

পাশাপাশি কৃষি মন্ত্রীর জায়গায় তবে কাকে আনা হবে? শোভন চট্টোপাধ্যায়কে রাজ্যসভায় পাঠানো হতে পারে বলেও জল্পনা।