আজ (৭ জুলাই) সোমবার থেকে সাউথ ক্যালকাটা ল কলেজে ক্লাস চালু হচ্ছে। সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত কলেজ খোলা থাকবে।তবে বৈধ পরিচয়পত্র ছাড়া কলেজে ঢুকতে পারবেন না ছাত্রছাত্রীরা। উল্লেখ্য, গণধর্ষণের (Kasba Law College Gang Rape) অভিযোগের প্রেক্ষিতে এক সপ্তাহ ধরে কলেজ বন্ধ ছিল। কেন ক্লাস বন্ধ রাখা হয়েছিল, তা নিয়ে প্রশ্ন তোলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। কলেজ বন্ধের কারণ হিসাবে পুলিসের তদন্তকেই সামনে আনে সাউথ কলকাতা ল কলেজ কর্তৃপক্ষ (Kasba Law College Incident)। চিঠি দিয়ে উচ্চশিক্ষা দফতরকে সে কথা জানিয়েও দেয় তাঁরা। বলা হয় তদন্তের স্বার্থে পুলিস কলেজ ক্যাম্পাসকে সিল করে রেখেছে।তবে ছাত্রছাত্রীদের ফর্ম ফিল আপ, প্রজেক্ট জমা দেওয়া সহ বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হয় কলেজকে।
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট ( Kolkata Highcourt) জানিয়ে দেয়, কলেজ খোলা হবে কিনা সেই সিদ্ধান্ত নিক কর্তৃপক্ষ এবং পরিচালন সমিতি। এরপর পরিচালন সমিতির সদস্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন কলেজের ভাইস প্রিন্সিপাল। সেখানেই ঠিক হয় শর্ত সাপেক্ষে খোলা হবে কলেজ। যে শর্ত গুলো দেওয়া হয় সেগুলো হল-
১) সোমবার কলেজ চলবে সকাল ৮টা থেকে দুপুর ২টো পর্যন্ত।
২) প্রথম সেমিস্টারের ফর্ম ফিলাপ করা যাবে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত।
৩) চতুর্থ, ষষ্ঠ এবং অষ্টম সেমিস্টারের পড়ুয়ারা মঙ্গলবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত তাদের প্রজেক্ট পেপার জমা দিতে পারবেন।
৪) এরমধ্যে মঙ্গলবার আসবেন চতুর্থ সেমিস্টারের পড়ুয়ারা। বুধবার আসবেন ষষ্ঠ সেমিস্টারের পড়ুয়া। বৃহস্পতিবার আসবেন অষ্টম সেমিস্টারের পড়ুয়া।
৫) ।
গত শুক্রবার কলেজ কর্তৃপক্ষ কলেজ চালু করার প্রসঙ্গে এক বিজ্ঞপ্তি জারি করে তাতে বলা হয় - BA LLB এর প্রথম সেমিস্টারের যেসব পরীক্ষার্থী পরীক্ষার ফর্ম ফিল-আপ করতে পারেননি, আজ তাঁদের প্রয়োজনীয় নথিপত্র নিয়ে কলেজে যেতে হবে। চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম সেমিস্টারের ছাত্রছাত্রীদের প্রজেক্ট পেপার জমা দেওয়ার জন্য নির্ধারিত দিনে কলেজ আসতে পারে। এছাড়া আগামী ৮ জুলাই থেকে LLM এর ক্লাস শুরু হবে। কলেজের স্থায়ী নিরাপত্তারক্ষী পুরো কলেজ ভালোভাবে দেখে ও মেন গেটে তালা দিয়ে তবেই কলেজ থেকে বেরোতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।