কলকাতা, ২২ মে: ভারতে এসে নিখোঁজ বাংলাদেশের (Bangladesh) সাংসদ। চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন বাংলাদেশের ঝিনাইদহের সাংসদ আনওয়ারুল আজিম (Anwarul Azim)। ভারতে (India) চিকিৎসার জন্য এসে হঠাৎ করে কীভাবে নিখোঁজ হয়ে গেলেন আনওয়ারুল আজিম, তা নিয়ে ধ্বন্দ তৈরি হয়েছে। শুধু তাই নয়, আনওয়ারুল আজিমের খোঁজ শুরু হলে, সর্বশেষ তাঁর লোকেশন বিহারের মুজফ্ফরাবাদের দিকে চিহ্নিত করা যায় বলে খবর সূত্রের। গত ১৮ মে আনওয়ারুল আজিমকে শেষবারের মত দেখা যায় বলে খবর।
রিপোর্টে প্রকাশ, আনওয়ারুল আজিম গত ১২ মে ভারতে আসেন। চিকিৎসা করাতে তিনি পশ্চিমবঙ্গে তাঁর বন্ধুর বাড়িতে হাজির হন। বিধাননগরে নিজের বন্ধুর বাড়িতেই ১২ মে হাজির হন ঝিনাইদহের সাংসদ। বন্ধুর বাড়ি থেকে তিনি দিল্লিতে যাচ্ছেন বলে বের হন। তবে ১৩ মে থেকে আনওয়ারুলের সঙ্গে তাঁর বন্ধু আর কোনও যোগাযোগ করতে পারেননি বলে জানান। শুধু ফোনের মেসেজে জানাতে থাকেন, তিনি দিল্লিতে যাচ্ছেন। ঢাকায় নিজের পরিবারকেও যে কথা মেসেজের মাধ্যমে জানান আনওয়ারুল, বন্ধুর নম্বরেও আসে সেই বার্তা।
বিষয়টি গোলমেলে আন্দাজ করে, আনওয়ারু আজিমের বিধাননগরের বন্ধু গোপাল বিশ্বাস বাংলাদেশি সাংসদের মেয়েকে জানান। পাশাপাশি বিধাননগর থানায় দায়ের করেন নিখোঁজ সংক্রান্ত একটি অভিযোগ। ১৬ মে আনওয়ারুল আজিম তাঁর সহকারীকে ফোন করেন। তবে বেশিক্ষণের জন্য নয়। ফলে ওই সময় ফোনের ওপার থেকে কেউ তাঁর সঙ্গে কথা বলতে পারেননি বলে খবর। এরপর সাংসদের সহকারী ফের তাঁকে যোগাযোগের চেষ্টা করলে, মোবাইল সংযোগ কেটে যায় বলে পুলিশের কাছে অভিযোগপত্রে জানানো হয়।
আনওয়ারুল হোসেনের মোবাইল থেকে যে মেসেজগুলি তাঁর পরিবারের কাছে যায়, সেগুলি নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে বলে সংশ্লিষ্ট সাংসদের মেয়ে জানান। বিষয়টি নিয়ে এসটিএফ খোঁজ শুরু করেছে বলে খবর। ভারতের পাশাপাশি বাংলাদেশের তরফেও জোরদার খোঁজ শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।