Sheikh Shahjahan: শেখ শাহজাহান পুলিশ হেফাজতে, ফের আদালতের দ্বারস্থ ইডি
Sheikh Shahjahan (Photo Credit: Twitter)

কলকাতা, ২৯ ফেব্রুয়ারি: ৫৫ দিন পর শেখ শাহজাহানকে (Sheikh Shahjahan) মিনাখাঁ থেকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। শেখ শাহজাহানের গ্রেফতারির পর তাঁকে আজ বসিরহাট আদালতে তোলা হলে, তৃণমূল নেতার ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। শেখ শাহজাহান যখন রাজ্য পুলিশের হেফাজতে, তখন ফের আদালতের দ্বারস্থ ইডি। শেখ শাহজাহান রাজ্য পুলিশের হেফাজতে থাকায় বহু গুরুত্বপূর্ণ নথি নিয়ে আশঙ্কা প্রকাশ করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ফলে শেখ শাহজাহান পুলিশের হেফাজতে থাকার জেরে যাতে কোনও গুরুত্বপূর্ণ নথি নষ্ট না হয়, তার জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল ইডি। শাহজাহান পুলিশ হেফাজতে থাকায় যাতে রেশন দুর্নীতি সংক্রান্ত কোনও তথ্য বা নথি নষ্ট না হয়, সে বিষয়ে আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা।

আরও পড়ুন: Sheikh Shahjahan: আদালতের নির্দেশের আগে কেন গ্রেফতার করা হল না শাহজাহানকে, প্রশ্ন বৃন্দার

এদিকে শেখ শাহজাহানের গ্রেফতারির পরও দেরিতে কেন এই প্রক্রিয়া হল তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন বিরোধীরা। আদালতের চাপে পড়েই শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেন সিপিএম নেত্রী বৃন্দা কারাট।