লোকসভা নির্বাচন সামনে আসতেই বেলাগাম মন্তব্যের ফুলঝুড়ি ছুটছে বঙ্গ রাজনীতিতে। এবার বাদ গেলেন না বিজেপি সাংসদ দিলীপ ঘোষও (Dilip Ghosh)। মঙ্গলবার দুর্গাপুর লোকসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তীর্যক মন্তব্য করে বসেন। তিনি বলেন, "মুখ্যমন্ত্রী গোয়াতে প্রচারে গিয়ে বলেছিলেন তিনি নাকি গোয়ার মেয়ে। ত্রিপুরায় প্রচারে গিয়ে বলেছিলেন উনি ত্রিপুরার মেয়ে। আগে বাপ তো ঠিক করুন, যার তার মেয়ে হওয়া ঠিক নয়"।