শনিবার নীতি আয়োগের (NITI Aayog) বৈঠকে যোগ দেননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে সব মহলেই ইতিমধ্যে কথা উঠতে শুরু করে দিয়েছে। যদিও এই নিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের তরফে কোনও মন্তব্য করা না হলেও শাসক দলের পক্ষ থেকে পাল্টা জবাব দেওয়া  শুরু হয়েছে। শনিবার এই নিয়ে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা এবং তৃণমূল নেতা কুণাল ঘোষ। সেখানে প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী কেন বৈঠকে গেলেন না, সেই নিয়ে কোনও উত্তর নেই তাঁদের মুখে।

বকেয়া টাকা মেটানোর দাবি তৃণমূলের

শশী পাঁজা নীতি আয়োগ প্রসঙ্গে বলেন, “মুখ্যমন্ত্রী কেন যাননি, সেই নিয়ে কোনও মন্তব্য আমরা করব না। তবে প্রধানমন্ত্রী সমস্ত রাজ্যকে একসঙ্গে নিয়ে যাওয়ার বার্তা দিচ্ছেন, কিন্তু বাংলা এখনও তার ন্যায্য পাওনা পায়নি। এখনও ১০০ দিনের প্রকল্পের টাকা কেন্দ্র থেকে দেওয়া হয়নি। গ্রামের দরিদ্ররা আবাসের যোজনা তহবিল থেকে সাহায্য পাচ্ছেন না। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই তাঁদের দায়িত্ব নিয়েছে এবং তিনিই দুটি প্রকল্প চালাচ্ছেন”।

দেখুন শশী পাঁজার বক্তব্য

নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রীর যোগ না দেওয়া নিয়ে কুণালের মন্তব্য

অন্যদিকে কুণাল বলেন, "প্রধানমন্ত্রী সব রাজ্যকে এক হয়ে কাজ করার কথা, অমুক তমুক অনেক কথা বলেছেন। কিন্তু রাজ্যের বকেয়া টাকাগুলি এখনও কেন্দ্র মেটায়নি কেন। মুখ্যমন্ত্রী কেন এই বৈঠকে গেলেন না, সেই নিয়ে আমরা মন্তব্য করব না। এটা রাজ্য সরকার বা স্বয়ং মুখ্যমন্ত্রীই এই নিয়ে ব্যাখ্যা দিতে পারবেন"।