একদিকে নবান্ন অভিযান (Nabanna Abhijan) ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি কলকাতা, হাওড়ায়। আরজি কর কাণ্ডের একবছর পেরোলেও ন্যায়বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল করেছিল নির্যাতিতার পরিবার। সঙ্গে ছিলেন বিজেপি নেতাকর্মীরা। আর এই মিছিল আটকানোর চেষ্টা করে পুলিশ। ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে প্রবল ধস্তাধস্তি হয়। যার জেরে আহত হয়েছেন আন্দোলনকারীরা। বিজেপির অভিযোগ, লাঠিচার্জ করা হয়েছে নির্যাতিতার পরিবারের ওপরেও। অন্যদিকে পাল্টা হামলায় আহত হয়েছেন পুলিশকর্মীরাও। এই ঘটনার পর বিজেপিকে বাংলাবিরোধী বলে আক্রমণ তৃণমূল নেতৃত্বের।

ক্ষোভ উগড়ে দিলেন শশী পাঁজা

এদিকে এই ঘটনার পর সম্প্রীতি রক্ষার বার্তা দিচ্ছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja)। তিনি বলেন, “আজ রাথি বন্ধন উৎসব। বাংলার পাশাপাশি সারা দেশে এই উৎসব পালন হচ্ছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই উৎসব শুরু করেছিলেন। আমাদের কাছে রাখি মানে সংস্কৃতির পরিবেশ, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। কিন্তু বিজেপি কলকাতার রাস্তা ভাঙচুর করতে ব্যস্ত। এরা শহরবাসীর মধ্যে ভয় ধরানোর চেষ্টা করছে। মানুষ ভয়ে উৎসব পালন করতে পারছেন না”।

দেখুন ভিডিয়ো

লড়াই চলবে, হুঁশিয়ারি শশীর

শশী পাঁজা আরও বলেন, “বিজেপি বাংলা বিরোধী, বাংলার বাইরের মানুষ। এরা রাখি বন্ধন উৎসবের মানেই বোঝে না। বিজেপি বাঙালি সংস্কৃতি বোঝে না, তাই তাঁরা ভাঙচুর করে সবকিছু নষ্ট করতে চাইছে। সেই কারণে বিজেপি বাংলায় হিংসা ছড়ানোর চেষ্টা করছে। আমরা বিজেপির এই পদক্ষেপকে কড়া নিন্দা জানাচ্ছি। আর এর প্রতিবাদে আমাদের লড়াই চলবে”।