কলকাতা, ২ জুন: শর্মিষ্ঠা পানোলির (Sharmishta Panoli Case) গ্রেফতার নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। পাকিস্তানের বিরোধিতা করায় আইন পড়ুয়া ছাত্রীকে গ্রেফতার করা হয়েছে বলে বেশ কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দাবি করা হচ্ছে। যা একেবারেই সত্যি নয় জানানো হয় কলকাতা পুলিশের তরফে (Kolkata Police)। জাতীয়তাবাদ নিয়ে গর্ব করা বা দেশের পক্ষে দাঁড়ানো প্রত্যেক নাগরিকের মত কলকাতা পুলিশও তার সমর্থনকারী। ভারতের প্রত্যেকটি নাগরিকের সঙ্গে কলকাতা পুলিশ দৃঢ়ভাবে দাঁড়িয়েছে। তবে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যে পোস্ট করেছেন, তার জেরেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। শর্মিষ্ঠা পানোলির পোস্টে এক শ্রেণির মানুষকে অপমান করা হয়েছে। তার জেরেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে স্পষ্ট জানানো হয় কলকাতা পুলিশের তরফে।
কী জানাল কলকাতা পুলিশ...
Some social media accounts are spreading false information that Kolkata Police has unlawfully arrested a law student for opposing Pakistan. This narrative is mischievous and misleading.
Expressing national pride and patriotism is a thing that every citizen and organisation…
— Kolkata Police (@KolkataPolice) June 1, 2025
প্রসঙ্গত অপারেশন সিঁদূরের (Operation Sindoor) সময় বেশ কিছু বলিউডে (Bollywood) তারকা নীরবে ছিলেন একেবারে। তাঁদের মুখ থেকে কোনও শব্দ শোনা যায়নি। যার জেরে শর্মিষ্ঠা পানোলিকে একের পর এক সমালোচনার মুখে পড়তে হয়। চাপের মুখে পড়ে শেষে নিজের পোস্ট সরিয়ে ফেলেন শর্মিষ্ঠা এবং ক্ষমা চেয়ে নেন। শর্মিষ্ঠা সাম্প্রদায়িক বিভেদ ছড়ানোর চেষ্টা করছেন বলে মিম প্রধান ওবেইসি-সহ বহু মানুষ প্রতিবাদ করেন। যা নিয়ে গোটা দেশজুড়ে জোর চর্চা শুরু হয়ে যায়।
গ্রেফতার করা হয় শর্মিষ্ঠা পানোলিকে...
#WATCH | Kolkata: Sharmistha Panoli, arrested from Gurugram by Kolkata Police for allegedly hurting religious sentiments through her comments on social media, produced in Alipore Court in Kolkata. pic.twitter.com/T1NQCruPAm
— ANI (@ANI) May 31, 2025
শর্মিষ্ঠা পানোলি ক্ষমা চাওয়ার পরও বিতর্ক থামেনি। এরপর তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হলে, গুরুগ্রাম থেকে ওই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে গ্রেফতার করা হয়। কলকাতা পুলিশ শর্মিষ্ঠা পানোলিকে গ্রেফতার করলে, তা নিয়েও শুরু হয়ে যায় জোর চর্চা।