Kolkata Waterlogged: রাস্তা থেকে বিমানবন্দর, টানা বৃষ্টিতে জলে ভাসছে কলকাতা, হাঁটু জলে দাঁড়িয়ে সাংসদ সৌগত রায়
Kolkata Rain।(Photo Credits: Wikimedia)

কলকাতা, ২০ সেপ্টেম্বর: Kolkata Waterlogged: টানা বৃষ্টিতে কলকাতার বেশ কিছু জায়গা এখন জলের তলায়। বৃষ্টি (Rain) যেন থামতেই চাইছে না। গতকাল রাতে ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয় শহরজুড়ে। এর ফলে শহরের বিস্তীর্ণ অংশ জলের তলায়। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ১১৭.২ মিলিমিটার। দমদমের সাংসদ সৌগত রায়ের (MP Sougata Roy) এলাকার বেশ কিছু অংশও জলের তলায়। তৃণমূলের শীর্ষ নেতা সৌগত রায়কে দেখা গেল জলের মাঝেই হেঁটে চলেছেন।

বেহালা সহ দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় জমে আছে জল। উত্তর কলকাতাতেও জল জমেছে।

দেখুন ভিডিও

কলকাতার পাশাপাশি রাজ্যের জেলার বিভিন্ন অংশও জলমগ্ন। কলকাতার নিচু এলাকাগুলির পাশাপাশি আরও এমন জায়গা থেকে জল জমার খবর আসছে যেখানে সেভাবে জল জমে না। কলকাতা পুরসভার কর্মীরা জল বের করার কাজে ব্যস্ত। আরও পড়ুন: টানা বর্ষণে জলমগ্ন লেক গার্ডেন্স, দেখুন জলযন্ত্রণার ছবি

দেখুন দমদম বিমানবন্দরে জমে আছে জল

আবহাওয়া দফতর সূত্রে খবর বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত সোমবার সকালে কলকাতা সংলগ্ন এলাকা দিয়ে অতিক্রম করে, এর ফলে রাত থেকে হচ্ছে বৃষ্টি।

দেখুন টুইট

সঙ্গে ছিল বজ্রবিদুত, এবং হাওয়ার দাপট। আজ সারাদিন আকাশ মেঘা থাকার পূর্বাভাস রয়েছে।