সম্প্রতি পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকেই আটক করা হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের। এবার সেই তালিকায় নাম উঠল বাংলাদেশের এক পুলিশ আধিকারিকেরও। শনিবার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় বিএসএফ জওয়ানদের হাতে পাকড়াও হয় নাজমুল গাজি নামে এক ব্যক্তি। তাঁকে জেরা করতেই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। বসিরহাটের (Basirhat) স্বরূপনগর থানা এলাকায় তাঁর শ্বশুরবাড়ি। বছরের অর্ধেক সময় সে সেখানেই থাকে। মাঝেমধ্যে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যেত। এদেশে সে নাজমুল সর্দার নামে থাকত।
বাংলাদেশ পুলিশে রয়েছে নাজমুল
চমকের এখানেই শেষ নয়। বাংলাদেশে নাকি পুলিশ আধিকারিক এই নাজমুল। যদিও এই বিষয়ে পুলিশের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি। পুলিশসূত্রে খবর, গতকাল চোরাপথে বাংলাদেশ যাওয়ার আগেই বিএফএফের জালে ধরা পড়ে নাজমুল। স্বরূপনগরের বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিথারী গ্রামে যে বাড়িতে সে থাকত, সেখানে তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ ভুয়ো নথিপত্র উদ্ধার করেছে বলে খবর। এদিকে নাজমুলের বাকি দাবিগুলি কতটা সত্য সেগুলিও খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।
দেখুন ভিডিয়ো
#WATCH | North 24 Parganas, West Bengal: Judge Debashish Banerjee of the Additional Chief Judicial Magistrate's court at Basirhat sent the senior Officer of Bangladesh Police to 14-day judicial custody.
Visuals of the accused taken from the Basirhat Sub Division Court.
As per… pic.twitter.com/78kwYd0I72— ANI (@ANI) August 24, 2025
পুলিশি হেফাজতে পাঠানো হয় নাজমুলকে
রবিবার অভিযুক্তকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারপতি দেবাশিষ বন্দ্যোপাধ্যায় তাঁকে ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠায়। অভিযুক্ত কোন পথে এদেশে প্রবেশ করত, এখান থেকে কোন ধরনের তথ্য বাংলাদেশে সে পাচার করত এবং গুপ্তচরবৃত্তি করত কিনা, এই সমস্ত বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।