AUS vs SA, Kolkata Traffic Update: ইডেনে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল, বন্ধ রাস্তা; যানজট এড়াতে জেনে নিন ট্রাফিকের আপডেট
Eden Gardens (Photo Credit: Mufaddal Vohra/ X)

বৃহস্পতিবার ইডেনে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সেমিফাইনালের আগে কলকাতা ট্র্যাফিক পুলিশের অ্যাডভাইজরি কার্যকর হয়েছে। সেখানে জানানো হয়েছে, সুষ্ঠুভাবে যান চলাচল নিশ্চিত করতে সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ১১টার মধ্যে স্টেডিয়ামের চারপাশে যানবাহন চলাচল সীমিত রাখা হবে। বৃহস্পতিবার ইডেন গার্ডেন্স ও ময়দান এলাকা এবং তার আশেপাশের রাস্তা বা রাস্তা থেকে সমস্ত ধরনের পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, ডিএল খান রোড থেকে ক্যাথিড্রাল রোড, হাসপাতাল রোড, কুইন্সওয়ে, ক্যাথিড্রাল রোড, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ এবং লাভার্স লেনের মধ্যে এজেসি বোস রোডের অংশ জুড়ে সব ধরনের পণ্যবাহী গাড়ির চলাচল সীমিত থাকবে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা পর্যন্ত ক্ষুদিরাম বসু রোড (অকল্যান্ড রোড), নর্থ ব্রুক অ্যাভিনিউ এবং গোষ্ঠ পাল সরণি (কিংসওয়ে) সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। Disney Hotstar Viewers New Record: ভারত-নিউজিল্যান্ড সেমিতে মাঠের বাইরেও রেকর্ড, ৫.৩ কোটি দর্শক খেলা দেখল ডিজনি + হটস্টারে

হাইকোর্টের দিকে যাওয়া যানবাহনগুলিকে ট্রাফিক কর্তৃপক্ষ যখনই প্রয়োজন মনে করবে তখন অকল্যান্ড রোড এবং নর্থ ব্রুক অ্যাভিনিউয়ের পরিবর্তে এসপ্ল্যানেড রো ওয়েস্ট বরাবর যাওয়ার জন্য ঘুরিয়ে দেওয়া হবে। দক্ষিণ কলকাতা থেকে আসা বাস এবং মিনি বাসগুলিকে গুরু নানক সরণি (মায়ো রোড) থেকে নেতাজি স্ট্যাচু ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, এবং বিবিডি বাগের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। এস এন ব্যানার্জি রোড থেকে আসা বাস ও মিনি বাসগুলিকে আর আর অ্যাভিনিউ, গভর্নমেন্ট প্লেস ইস্ট, ওল্ড কোর্ট হাউস স্ট্রিটের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।

দক্ষিণ কলকাতার গাড়িচালকরা এজেসি বোস রোড, সেন্ট জর্জেস গেট রোড এবং স্ট্র্যান্ড রোড ব্যবহার করতে পারেন এবং বিবিডি বাগ এলাকা থেকে কিরণ শংকর রায় রোড হয়ে কাউন্সিল হাউস স্ট্রিটের দিকে যেতে পারেন। ডিএইচ রোড, খিদিরপুর ব্রিজ, খিদ্দরপুর রোড ধরে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম কলকাতা থেকে আসা হাওড়াগামী বাস ও মিনিবাস হেস্টিংস ক্রসিং থেকে সেন্ট জর্জ গেট রোড-স্ট্রান্ড রোড হয়ে যাবে। বিবিডি ব্যাগ, এসপ্ল্যানেড, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, বিবি গাঙ্গুলি স্ট্রিট এবং ময়দান এলাকায় ট্র্যাফিক পরিষেবার নিরবচ্ছিন্ন প্রবাহ নিশ্চিত করতে ট্র্যাফিক পুলিশ যখনই প্রয়োজন মনে করবে তখনই নিয়ন্ত্রণ করা হবে।

ট্রাফিক অ্যাডভাইজরি অনুযায়ী, কর্তব্যরত পুলিশ যখনই প্রয়োজন মনে করবে, তখন নিম্নোক্ত সড়কের উভয় পাশে গাড়ি পার্কিং নিষিদ্ধ করা হবে: গোষ্ঠ পাল সরণি (কিংসওয়ে),ক্ষুদিরাম বোস রোড (অকল্যান্ড রোড), গভর্নমেন্ট প্লেস ইস্ট, রানি রাসমণি অ্যাভিনিউ, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, ইন্দিরা গান্ধী সরণি (রেড রোড),

গুরু নানক সরণি (মায়ো রোড), ডাফরিন রোড। পুলিশ আরও জানিয়েছে, ম্যাচের জন্য ট্যাক্সি, বেসরকারি বাস ইত্যাদি পার্কিং করা যাবে না।