সারারাত ধরে টানা বৃষ্টিতে জল জমে বিপর্যস্ত হলো শিয়ালদহ দক্ষিণ শাখার রেল পরিষেবা। জানা গিয়েছে, রেল ট্র্যাকে অতিরিক্ত জল জমে যাওয়ায় আজ সকাল থেকেই আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। আজ ভোর ৫টা ৮ মিনিটে বারুইপুর স্টেশন থেকে শিয়ালদহগামী লক্ষীকান্তপুর লোকাল ছেড়ে গেলেও তার পর থেকে একটিও ট্রেন চলেনি। ফলে ব্যাপক সমস্যায় পড়েছেন অফিসযাত্রী ও নিত্যযাত্রীরা। নামখানা, লক্ষীকান্তপুর, ডায়মন্ড হারবার, ক্যানিং ও বজবজ শাখার হাজার হাজার যাত্রী এই বিপাকে পড়েছেন। হঠাৎ করে ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় বহু মানুষ আটকে পড়েছেন বিভিন্ন স্টেশনে। ভোগান্তি চরমে উঠলেও রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ট্র্যাক থেকে জল সরানোর কাজ চলছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ধাপে ধাপে ট্রেন চলাচল শুরু করা হবে। তবে বৃষ্টি অব্যাহত থাকায় যাত্রীরা আশঙ্কা করছেন, আরও দীর্ঘ সময় ধরে ভোগান্তি পোহাতে হবে।
সারারাত বৃষ্টির ফলে পূর্ব রেলের হাওড়া ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচলে সমস্যা হচ্ছে। কারশেডে জল জমে যাওয়ার কারণে ট্রেন স্টেশনে ঢুকতে যথেষ্ট দেরি হচ্ছে। signal system কাজ না করায় এই বিভ্রাট। এর জেরে অফিস টাইমে যাত্রীদের সমস্যা হবার আশঙ্কা দেখা দিয়েছে.
প্রবল বৃষ্টিতে জল জমে আজ সকালে কিছু শহরতলির ট্রেন সংক্ষিপ্তভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং জরুরি পরিস্থিতির জন্য একটি পরিষেবা পরিকল্পনাও তৈরি করা হয়েছে।
শিয়ালদহ বিভাগে ট্রেন নিয়ন্ত্রণ:
১. শিয়ালদহ উত্তর এবং প্রধান: শহরতলির অংশে পরিষেবা ৭ নম্বর প্ল্যাটফর্ম থেকে শুরু হয়েছে।
২. ১৩১১৩ আপ হাজারদুয়ারি এক্সপ্রেস কলকাতা থেকে বাতিল করা হয়েছে।
৩. ১৩১৭৭ শিয়ালদহ জঙ্গিপুর এক্সপ্রেস শিয়ালদহ থেকে বাতিল
৪. জল জমার কারণে শিয়ালদহ দক্ষিণ বিভাগে ট্রেন চলাচল বন্ধ
৫. ট্র্যাক এবং চিৎপুর ইয়ার্ডে জল জমার কারণে সার্কুলার রেল লাইনে ট্রেন চলাচল বন্ধ।