কলকাতা, ২৫ জুলাই: মালদা (Malda), মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চলভুক্ত করা হোক। সংসদে বিজেপির (BJP) নিশিকান্ত দুবের (Nishikant Dubey) এই মন্তব্যের প্রেক্ষিতে যখন রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। মালদা, মুর্শিদাবাদে ক্রমাগত বাড়ছে মুসলিম জনসংখ্যা। সেই কারণে পশ্চিমবঙ্গের এই দুই জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চলের অন্তর্ভুক্ত করা হোক বলে দাবি করেন নিশিকান্ত।
বিষয়টি নিয়ে মুখ খুললেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় ( Saugata Roy)। তৃণমূল কংগ্রেস সাংসদ বলেন, এই ইস্যুর বিরোধী তিনি। এই ধরনের সাম্প্রদায়িক বিষয় কখনও সংসদে তোলা উচিত নয় বলে দাবি করেন সৌগত রায়। কখনও যদি এই ধরনের ইস্যু সংসদে ওঠে, তাহলে তা থামিয়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেন তৃণমূল কংগ্রেস সাংসদ। এই ধরনের ইস্যু গোটা দেশের ক্ষতি করে বলেও মন্তব্য করেন সৌগত। তৃণমূল কংগ্রেস এই ধরনের ইস্যুকে একেবারেই সমর্থন করে না বলেও মন্তব্য করেন সৌগত রায়।