Dilip Ghosh (Photo Credit: ANI/Twitter)

কলকাতা, ২৮ ফেব্রুয়ারি: শেখ শাহজাহানকে গ্রেফতার করা হোক। শাহজাহানের গ্রেফতারির দাবিতে ফের এভাবেই সরব হলেন দিলীপ ঘোষ। বিজেপি নেতা বলেন, আইন মেনে শেখ শাহজাহানকে গ্রেফতার করা হোক। এমনই দাবি করা হচ্ছে বার বার। কিন্তু রাজ্য সরকার কোনওভাবেই শাহজাহানের গ্রেফতারির দাবি মানতে চাইছে না। শুধু তাই নয়, গত ১২ বছর ধরে পুলিশ সন্দেশখালির ওই দ্বীপে যায়নি অথচ বর্তমানে গোটা এলাকা ঘিরে রেখেছে উর্দিধারীরা। দিলীপ আরও বলেন, গত ২ মাস ধরে আইনের শাসন চাইছেন, বিচার চাইছেন সন্দেশখালির মহিলারা। কিন্তু সেখানকার মহিলাদের কথা শুনতে কাউকে সন্দেশখালিতে যেতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন বিজেপি নেতা। দিলীপ ঘোষের আরও অভিযোগ, তাঁদের যাতে সন্দেশখালিতে যেতে দেওয়া হয়, আদালতের সেই নির্দেশ নিয়ে তাঁরা ধরনায় বসেছেন। অথচ কোনওভাবে তাঁরা সন্দেশখালিতে যেতে পারছেন না বলে ক্ষোভ উগরে দেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।

আরও পড়ুন: Sandeshkhali: শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারবে ইডি, সিবিআই, রাজ্য পুলিশও, জানাল হাইকোর্ট

দিলীপ আরও বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা। সন্দেশখালির বিধায়কও একজন মহিলা। অথচ সেখানকার মহিলারাই সবচেয়ে বেশি নীপিড়িত বলে অভিযোগ করেন বিজেপি নেতা।