নিউটাউন, ২ অক্টোবর: জল্পনা বহুদিন ধরেই ছিল। অবশেষে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর (Amit Shah) হাত থেকে পতাকা নিয়ে বিজেপিতে (BJP) যোগ দিলেন বিধাননগরের প্রাক্তন মেয়র (Bidhannagar Ex Meyor) তথা তৃণমূল বিধায়ক (TMC MLA) সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। তৃণমূল ছেড়ে গত ১ অক্টোবর বিজেপিতে যোগ দিয়েছেন বিধান নগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। আর তারপরই 'উৎসব'-এ মেতে উঠল তৃণমূল যুব কংগ্রেস। প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তের বিজেপি যোগদানে গত মঙ্গলবারই নিউটাউনের (New Town) ঘূণিতে 'বিজয় উৎসব' পালন করলেন যুব তৃণমূল কর্মীরা। আর এই সেলিব্রেশনকে তারা নাম দিলেন 'আপদ বিদায় সেলিব্রেশন(Good Riddance)!'
পোশাকি নাম 'বিজয় উৎসব' দিলেও তৃণমূল কর্মীদের অধিকাংশই এদিন এই সেলিব্রেশনকে 'আপদ বিদায় সেলিব্রেশন' বলেন। রীতিমতো বাজি ফাটিয়ে, আবির খেলে, মিষ্টিমুখ করে সব্যসাচী দত্তের বিজেপিতে যোগদানে 'আপদ বিদায় সেলিব্রেশন' করেন তাঁরা। উল্লেখ্য, বিজেপিতে যোগ দিয়েই বোমা ফাটান বিধাননগরের প্রাক্তন মেয়র। পশ্চিমবঙ্গকে (West Bengal) পাকিস্তান (Pakistan) বানানোর চক্রান্ত চলছে বলে অভিযোগ করেন তিনি। বাংলায় এনআরসির (NRC) পক্ষে জোর সওয়াল করেন সব্যসাচী। এদিকে, একদিকে যখন বিজেপি জনজাগরণ মঞ্চে মোদীর (Narendra Modi) গুণগান করছেন সব্যসাচী দত্ত। তখনই তাঁর দলত্যাগে 'বিজয় উৎসব' পালন করলেন নিউটাউন এলাকার যুব তৃণমূল কর্মীরা। একদা সব্যসাচী দত্তের বিরোধী তৃণমূল নেতা মহম্মদ আফতাব উদ্দিন বর্তমানে রাজারহাট-নিউটাউনের যুব সভাপতি। তিনি ও তাঁর অনুগামীরাই এদিন বাজি ফাটিয়ে, আবির খেলে, মিষ্টিমুখ করে সব্যসাচী দত্তের বিজেপিতে যোগদানে 'আপদ বিদায় সেলিব্রেশন' করেন। আরও পড়ুন- বিধায়ক সব্যসাচী দত্তকে বিজেপিতে স্বাগত জানালেন অমিত শাহ, জানেন বিধানসভায় বিজেপি-র শক্তি বেড়ে এখন কত হল
নিউটাউনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নতুন নয়। এদিন সব্যসাচী বিজেপিতে যোগ দেওয়ার পর তা আর গোষ্ঠীদ্বন্দ্ব রইল না। গোষ্ঠীকোন্দল রূপ পেল সরাসরি দুই রাজনৈতিক দলের লড়াইয়ে। এখন দেখার বিষয় এটাই যে- নিউটাউনের রাশ কার হাতে থাকে? তৃণমূল না বিজেপি?