কলকাতা, ১৬ জুলাই: কোভিড (COVID 19) পরিস্থিতি নিয়ে যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) সরকারের প্রশংসা করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী সায়নী ঘোষ। নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন যুব তৃণমূল কংগ্রেস নেত্রী।
প্রধানমন্ত্রী মানুষের সামনে 'অসত্য' তুলে ধরছেন। 'নির্লজ্জভাবে' প্রধানমন্ত্রী 'মিথ্য়ে' বলে যাচ্ছেন বলে কটাক্ষ করেন সায়নী ঘোষ (Saayoni Ghosh)।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বারাণসীতে হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। বারাণসীতে হাজির হয়ে রুদ্রাক্ষ প্রকল্পের উদ্বোধন করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর প্রশংসা করেন মোদী। তিনি বলেন, ভারতের অন্যতম জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ যেভাবে করোনা নিয়ন্ত্রণ করেছে, তা প্রশংসার যোগ্য। অত্যন্ত সুনিপুণভাবে আদিত্যনাথ উত্তরপ্রদেশে (Uttar Pradesh) কোভিডের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণ করেন বলে প্রশংসা করেন মোদী।
The rivers banks couldn’t agree more, UP’s covid handling during second wave is unparalleled..
so is the prime ministers hornswoggling. Mr.Modi’s #Electionbazi at its shameless best.
— Saayoni Ghosh (@sayani06) July 16, 2021
কোভিড নিয়ন্ত্রণ নিয়ে মোদী যেভাবে যোগীর প্রশংসা করেন, তা নিয়ে তোপ দাগে তৃণমূল কংগ্রেস। উত্তরপ্রদেশে একের পর এক কোভিড রোগীর মৃত্যু হওয়ায়, মৃতদেহ ভাসতে শুরু করে গঙ্গায়। উত্তরপ্রদেশ, বিহার হয়ে মৃতদেহ পশ্চিমবঙ্গে ভেসে আসতে শুরু করে। মৃত মানুষদের সৎকারের ব্যবস্থাও করেনি উত্তরপ্রদেশ, তেমনি তাঁদের সম্মানও জানায়নি বলে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।
মোদীর মুখে যোগীর প্রশাংসার পর তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রও এ বিষয়ে মুখ খোলেন। গঙ্গা (Ganga River) দিয়ে যখন একের পর এক মৃতদেহ ভেসে যাচ্ছিল, তখন উত্তরপ্রদেশের পোক্ত স্বাস্থ্য পরিষেবা কোথায় ছিল বলে প্রশ্ন তোলেন মহুয়া। তৃণমূল কংগ্রেসের কষ্ণনগরের সাংসদের পর এ বিষয়ে প্রশ্ন তোলেন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সায়নী ঘোষ। এমনকী, মোদী 'নির্লজ্জ ইলেকশনবাজি' করছেন বলেও আক্রমণ করেন তিনি।