অবশেষে জল্পনার অবসান। বহিরাগতকে সরিয়ে ভূমিপুত্রকেই আসানসোলের প্রার্থী করল বিজেপি। এবারের লোকসভা ভোটে এই কেন্দ্রে বিজেপি প্রথমে ভোজপুরি গায়ক পবন সিংয়ের নাম নিশ্চিত করলেও বিতর্কের কারণে সে সরে যায়। তারপর থেকেই জল্পনা চলছিল যে এই আসনে কাকে প্রার্থী করবে গেরুয়া শিবির। ভোটের ১ মাস ৩ দিন আগে তুরুপের তাস বের করল বিজেপি। আসানসোল কেন্দ্র থেকে লড়বেন এস এস আহলুওয়ালিয়া (S.S. Ahluwalia)।

প্রাক্তন মন্ত্রী বিজেপির তুরুপের তাস হিসেবে বরাবরই প্রমাণিত হয়েছেন। আগে তিনি যখন দুর্গাপুরে লড়েছিলেন সেখানে জিতে বেরিয়ে এসেছেন। পাশাপাশি দার্জিলিং তাঁর বরাবরই শক্ত ঘাঁটি। সেখানেও তিনি জিতে আসেন। এবার নিজের লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়বেন আহলুওয়ালিয়া। বিপক্ষে রয়েছেন তৃণমূলের শত্রুঘ্ন সিনহা।

আসলে আহলুওয়ালিয়া জন্ম আসানসোলে। সেন্ট জোসেফ স্কুলে পড়াশুনো করেন। বড় হয়ে অসমে কিছুদিন থেকে বাংলায় ফিরে আসেন। প্রথমে বিধানচন্দ্র রায় কলেজ থেকে স্নাতক এবং পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়াশুনো করেন তিনি। এদিকে আবার বিয়ে করেছেন দুর্গাপুুরে। ফলে সম্পর্কসূত্রে দুর্গাপুুরের জামাই তিনি। ফলে আসানসোল কেন্দ্রে বিজেপির প্রচারে ভূমিপুত্র এবং বহিরাগত ইস্যুতে কিছুটা হলেও পিছিয়ে পড়বে তৃণমূল, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।